In Pics: মানবতার উদযাপন, রূপান্তরকামীদের মাঝে ভাইফোঁটায় সামিল সুজয়প্রসাদ - সুদীপা
'অন্য' ভাইফোঁটা উদযাপন
1/10
রূপান্তরকামীদের মাঝে এই ভাইফোঁটায় মানবতার উদযাপন করলেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সুদীপা বসু।
2/10
রূপান্তরকামীদের জন্য তৈরি হোম 'গরিমা গৃহ'-এ গিয়ে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এবারের ভাইফোঁটা উদযাপন করলেন তাঁরা।
3/10
রূপান্তরকামীরা এই সমাজে প্রান্তিক, বিভিন্ন সময়েই তাঁরা হেনস্থার শিকার হন। লিঙ্গ বৈষম্যের রাজনীতিতে বিধ্বস্ত তাঁদের জীবন।
4/10
কিন্তু এবার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবের নতুন নির্মাণ করলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।
5/10
তাঁর কথায়, 'ভাইফোঁটা শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে।'
6/10
'এই শব্দ আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার ইতিহাসের ধারা বহন করে।'
7/10
তিনি বলেন, 'কিন্তু এবারের ভাইফোঁটায় মানবতার উদযাপন করলাম আমরা। ভাই বোন সকলে লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা এই উৎসবের উদযাপন করলাম।'
8/10
সমাজকর্মী রঞ্জিতা সিংহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি গরিমা গৃহে এই উৎসবের আয়োজনে সাহায্য করার জন্য।
9/10
শুধু সুজয়প্রসাদই নন, ছক ভেঙে একইসঙ্গে মানবতার উদযাপন করলেন অভিনেত্রী সুদীপা বসুও।
10/10
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের এই উদ্যোগ মানবতার প্রতি এক পদক্ষেপ। উৎসব হোক মানবতার উদযাপন, সেটাই একান্ত কাম্য।'
Published at : 07 Nov 2021 02:10 PM (IST)