In Pics: মানবতার উদযাপন, রূপান্তরকামীদের মাঝে ভাইফোঁটায় সামিল সুজয়প্রসাদ - সুদীপা
রূপান্তরকামীদের মাঝে এই ভাইফোঁটায় মানবতার উদযাপন করলেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী সুদীপা বসু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরূপান্তরকামীদের জন্য তৈরি হোম 'গরিমা গৃহ'-এ গিয়ে ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এবারের ভাইফোঁটা উদযাপন করলেন তাঁরা।
রূপান্তরকামীরা এই সমাজে প্রান্তিক, বিভিন্ন সময়েই তাঁরা হেনস্থার শিকার হন। লিঙ্গ বৈষম্যের রাজনীতিতে বিধ্বস্ত তাঁদের জীবন।
কিন্তু এবার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবের নতুন নির্মাণ করলেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।
তাঁর কথায়, 'ভাইফোঁটা শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে।'
'এই শব্দ আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার ইতিহাসের ধারা বহন করে।'
তিনি বলেন, 'কিন্তু এবারের ভাইফোঁটায় মানবতার উদযাপন করলাম আমরা। ভাই বোন সকলে লিঙ্গের ঊর্ধ্বে গিয়ে সকলের মঙ্গল কামনায় আমরা এই উৎসবের উদযাপন করলাম।'
সমাজকর্মী রঞ্জিতা সিংহকে ধন্যবাদ জানিয়েছেন তিনি গরিমা গৃহে এই উৎসবের আয়োজনে সাহায্য করার জন্য।
শুধু সুজয়প্রসাদই নন, ছক ভেঙে একইসঙ্গে মানবতার উদযাপন করলেন অভিনেত্রী সুদীপা বসুও।
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় বলেন, 'আমাদের এই উদ্যোগ মানবতার প্রতি এক পদক্ষেপ। উৎসব হোক মানবতার উদযাপন, সেটাই একান্ত কাম্য।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -