Sundarbaner Vidyasagar: বিধবার বেশে উষসী, 'বিদ্যাসাগর' হয়ে জীবন বদলে দেবেন ঋদ্ধি?

উষসী-ঋদ্ধি

1/10
টলিউডে ফের নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)! কৌশিক পুত্রের বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে উষসী রায়কে (Ushasi Ray)। 'হইচই'-এর নতুন ওয়েব সিরিজের অভিনেতা অভিনেত্রীদের লুক প্রকাশ পেয়েছে সদ্যই।
2/10
সদ্য মুক্তি পাওয়া ছবিতে উষসীকে দেখা যাচ্ছে সাদা শাড়িতে। বিধবার বেশ। অন্যদিকে চশমা চোখে ঋদ্ধির চোখে মুখে অন্যমনস্কতার ছাপ। সুন্দরবনের এক দ্বীপের বিধবাদের নিয়ে এই গল্প। সেই দ্বীপে হঠাৎ এসে হাজির হয় ঋদ্ধি।
3/10
পরিবার ভাবে ঋদ্ধি বিদ্যাসাগর হবে। কিন্তু তার নিয়তিতে লেখা অন্য কিছু। সুন্দরবনের কুমিরখালি দ্বীপের বিধবাদের সমস্যা সমাধান করবে ঋদ্ধির চরিত্র! সেই উত্তর লুকিয়ে নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পের ভাঁজে ভাঁজে।
4/10
এর আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি ভাগ করে নিয়েছিলেন ঋদ্ধি। এরপর ছবিতে তাঁর প্রথম লুকের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। বাদ যাননি উষসীও।
5/10
তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নতুন লুকে তাঁর ছবি। পর্দায় ঋদ্ধির চরিত্রের নাম কিঙ্কর। অন্যদিকে উষসীর চরিত্রের নাম পাবর্তী। কোন পথে চালিত হবে পার্বতী আর কিঙ্করের গল্প, সেই উত্তর লুকিয়ে 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর গল্পে।
6/10
এই সিরিজের লেখক অর্কদীপ মল্লিকা নাথ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কোরক মুর্মূ। এর আগে 'হইচই'-এর ওয়ের সিরিজ 'রুদ্রবীণার অভিশাপ'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন উষসী চক্রবর্তী।
7/10
'রুদ্রবীণার অভিশাপ' সিরিজে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া রায়, সৌরভ দাস, বিক্রম চট্টোপাধ্যায়। ঋদ্ধির সঙ্গে আরও একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। এখনও এই সিরিজের মুক্তির দিন ঘোষণা করা হয়নি।
8/10
শ্যুটিংয়ের অধিকাংশই হয়েছে সুন্দরবন অঞ্চলে। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন উষসীও।
9/10
'সুন্দরবনের বিদ্যাসাগর' সিরিজে উষসীর বিধবা বেশ দেখে প্রশ্ন জেগেছে অনেকের মনেই। তবে কী এই গল্প বিধবা বিবাহের আবহে তৈরি? এখনও পর্যন্ত উত্তর মেলেনি।
10/10
কিন্তু নতুন ওয়েব সিরিজের লুক মনে ধরেছে নেটাগরিকদের। সেই থেকেই গল্প আঁচ করার চেষ্টায় রয়েছেন তাঁরা। এবিপি লাইভে রইল শ্যুটিংয়ের কিছু এক্সক্লুসিভ ফটো।
Sponsored Links by Taboola