Ahan Shetty: বাবার পথেই ছেলে! 'বর্ডার ২' ছবির কাস্টে যোগ দিলেন সুনীল-পুত্র অহন শেট্টি

Border 2 Movie Casts: ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বিখ্যাত সিনেমা বর্ডার। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সুনীল শেট্টি। এবার ওই ছবির সিক্যুয়েলে অভিনয় করবেন তাঁর ছেলে অহন শেট্টি।

Continues below advertisement

'বর্ডার ২' ছবিতে অহন শেট্টি

Continues below advertisement
1/10
বাবার পথ অনুসরণ করলেন ছেলে। 'বর্ডার ২' ছবির কাস্টে যোগ দিলেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি। বৃহস্পতিবার এমনই ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে।
2/10
একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা করা হয়েছে আজ। সেখানে কালজয়ী 'বর্ডার' ছবিতে সুনীল শেট্টির বেশ কিছু মুহূর্তের কোলাজ দেখা যায়। বর্ডার সিকিউরিটি ফোর্স অফিসার ভৈরৌঁ সিংহের চরিত্রে তাঁকে দেখা যায়।
3/10
এই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অহন। এবার তাঁর কাঁধে বড় দায়িত্ব। যে ছবির প্রথম ভাগ এমন বিপুল সাফল্য লাভ করে তার দ্বিতীয় ভাগ এমনিতেই দর্শকের নজরে থাকে বেশি, তার ওপর সেখানে তাঁর বাবার এমন দারুণ কাজ।
4/10
নিজের পোস্টের ক্যাপশনে অহন লেখেন, 'মজার বিষয়, জীবন কীভাবে কাজ করে - 'বর্ডার' ছবির সঙ্গে আমার সফর শুরু হয় ২৯ বছর আগে যখন আমাকে নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় মা সেটে যেতেন বাবার সঙ্গে দেখা করতে।'
5/10
আবেগঘন অহন লেখেন, 'এবং তোমার জন্য, বাবা - আমি আজ যা সবটাই তোমার জন্য এবং আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব যে উত্তরাধিকার তুমি এত খেটে তৈরি করেছ তার সম্মান বজায় রাখার।'
Continues below advertisement
6/10
১৯৯৭ সালের ক্লাসিক 'বর্ডার' ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল তৈরি হবে অনুরাগ সিংহের পরিচালনায়। সেখানেই সুনীলের উত্তরসূরী হয়ে কাজ করবেন অহন।
7/10
জেপি দত্তের পরিচালনায় তৈরি 'বর্ডার' বক্স অফিসে সাড়া ফেলে ভারত-পাকিস্তান যুদ্ধকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য।
8/10
মাল্টিস্টারার এই ছবিতে অহন শেট্টি ছাড়াও অভিনয় করবেন সানি দেওল, বরুণ ধবন, দিলজিৎ দোসানজ-সহ আরও অনেকে।
9/10
১৯৯৫ সালে জন্ম নেন অহন। ইতিমধ্যেই তিনি কাজ শুরু করেছেন অভিনয় জগতে। ২০২১ সালে মুক্তি পায় তাঁর ডেবিউ ছবি 'তড়প'। পুরস্কারও পেয়েছেন তিনি সেরা ডেবিউ অভিনেতা হিসেবে।
10/10
ব্যক্তিগত জীবনে অহন শেট্টি ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের সঙ্গে সম্পর্কে রয়েছেন। শোনা যায় প্রায় বছর দশেকের প্রেমের সম্পর্ক তাঁদের। তাঁরা একই স্কুলে পড়াশোনা সেরেছেন। আরমান জৈনের বিয়েতে তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা যায়।
Sponsored Links by Taboola