Sunil Grover Birthday: কমেডি থেকে সিরিয়াস রোল, সবেতেই সাবলীল সুনীল গ্রোভার
Sunil Grover: ছোটপর্দায় কমেডি শো থেকে বড়পর্দার সিরিয়াস রোল, সুনীল গ্রোভারের অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শকমহল।
সুনীল গ্রোভার
1/10
আজ সুনীল গ্রোভারের জন্মদিন। কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত হলেও সিরিয়াস রোলেও সমান দক্ষতা দেখিয়েছেন তিনি।
2/10
সুনীল কাজ করেছেন রেডিও জকি হিসেবেও। Hansi Ke Phuware- এই রেডিও শো-তে অনেকদিন কাজ করেছেন তিনি। সুদর্শন চরিত্রে শোনা যেত সুনীলকে।
3/10
ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়ার আগে অজয় দেবগণ এবং কাজল অভিনীত Pyaar To Hona Hi Tha ছবিতে একটি ছোট্ট চরিত্রে দেখা গিয়েছিল সুনীল গ্রোভারকে।
4/10
টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো 'কপিল শর্মা শো'- তে সুনীল গ্রোভারের চরিত্রে ডক্টর গুলাঠি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে।
5/10
অ্যামাজন প্রাইমের সিরিজ 'তাণ্ডব'- এ সুনীল গ্রোভারের চরিত্র এবং অভিনেতার সাবলীল ও দক্ষ অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকলেই। কমেডির বাইরেও অভিনয়ে যে তিনি যথেষ্ট দক্ষ তা বুঝিয়ে দিয়েছেন সুনীল।
6/10
সুনীল জানিয়েছেন তাঁর অভিনীত জনপ্রিয় চরিত্র ডক্টর গুলাঠির চিন্তাভাবনা এসেছিল কলেজের এক সহপাঠীকে দেখে। আট থেকে আশি সকলেই চেনেন এই চরিত্রকে।
7/10
ছোট থেকেই অভিনয়ের শখ ছিল সুনীলের। স্কুলে পড়ার সময় থেকেই দারুণ মিমিক্রি অর্থাৎ নকল করতেন তিনি। সহপাঠী থেকেশিক্ষক, সেই তালিকায় ছিলেন সকলেই।
8/10
চিরাচরিত ভাবনার বাইরে গিয়েও কাজ করেছেন সুনীল গ্রোভার। মন্দিরা বেদীর সঙ্গে র্যাম্পে হেঁটেছেন শাড়ি পরে। প্রশংসাও পেয়েছেন প্রচুর।
9/10
বেশ কয়েকবছর থিয়েটারে কাজ করার পর টেলিভিশনের জগতে অভিষেক হয়েছিল তাঁর। Chala Lallan Hero Banne- এই শো দিয়েই ডেবিউ করেছিলেন তিনি।
10/10
বড় পর্দায় অক্ষয় কুমারের সঙ্গেও স্ক্রিনশেয়ার করেছেন তিনি। 'গব্বর ইজ ব্যাক' ছবিতে সুনীল গ্রোভারের অভিনয় মনজয় করেছিল দর্শকদের।
Published at : 03 Aug 2022 03:36 PM (IST)