Sunny Deol: মুক্তি পেয়েছে 'গদর ২', তারা সিংহের লুকেই ছবির প্রচারে সানি দেওল
২২ বছর পর পর্দায় ফিরলেন তারা সিংহ ও সাকিনা। ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। প্রথম দিনেই বক্স অফিসে ঝড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি মুক্তির আগে ও পরেও জোর কদমে চলেছে প্রচারপর্ব। মুম্বই ক্যামেরাবন্দি সানি দেওল।
পর্দায় তারা সিংহের লুকেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন সানি দেওল। পাঠান স্যুট ও মাথায় পাগড়ি পরে দেখা গেল।
পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের সেলফির আবদারও মেটালেন।
প্রথম দিনেই দুর্দান্ত ব্যবসা 'গদর ২' ছবির। ৬৫ বছর বয়সেও ব্লকবাস্টার হিট দিলেন অভিনেতা, যা অবশ্যই বলিউডের জন্য সুখবর।
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, 'গদর ২' প্রথম দিনেই ৪০.১০ কোটি টাকার ব্যবসা করেছে।
সূত্রের খবর, সাধারণ মানুষ, সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে রেকর্ড ভাঙা আয়, যে ধারা অন্যান্য বেশিরভাগ ছবির থেকে একেবারে আলাদা, তাইই এই ছবির ক্ষেত্রে সহায় হয়েছে।
বেশিরভাগ ক্ষেত্রেই বলিউড ছবি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনে বেশি আয় করে। এক্ষেত্রে ঘটনা উল্টো। সাধারণ 'mass' সেক্টরে এই ছবি ঝড় তুলেছে বেশি।
এরপর শনি ও রবিবার ছুটির দিনের পর সামনের মঙ্গলবার ১৫ অগাস্ট আসছে। বলিউডের আশা, স্বাধীনতা দিবসে আরও বাড়বে 'গদর ২'-এর ব্যবসা, সৌজন্য ছবির গল্পও।
প্রথম দিনেই 'গদর ২' তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নিয়েছে এবং এই আয়ের ৮৬ শতাংশই এসেছে সন্ধ্যার শো থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -