Sunny Deol: মুক্তি পেয়েছে 'গদর ২', তারা সিংহের লুকেই ছবির প্রচারে সানি দেওল
Sunny Deol: ২০০১ সালের হিট ছবি গদর-এর সিক্যুয়েলের ঘোষণা হতেই উত্তেজনার ঝলক দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ও দর্শকদের মধ্যে। সেই প্রতিফলন মিলল প্রথম দিনের ব্যবসাতেও। দর্শকের থেকেও পাওয়া গেল ইতিবাচক রিভিউ।
নিজস্ব চিত্র
1/10
২২ বছর পর পর্দায় ফিরলেন তারা সিংহ ও সাকিনা। ১১ অগাস্ট মুক্তি পেয়েছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২'। প্রথম দিনেই বক্স অফিসে ঝড়।
2/10
ছবি মুক্তির আগে ও পরেও জোর কদমে চলেছে প্রচারপর্ব। মুম্বই ক্যামেরাবন্দি সানি দেওল।
3/10
পর্দায় তারা সিংহের লুকেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন সানি দেওল। পাঠান স্যুট ও মাথায় পাগড়ি পরে দেখা গেল।
4/10
পাপারাৎজিদের জন্য পোজ দেওয়ার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের সেলফির আবদারও মেটালেন।
5/10
প্রথম দিনেই দুর্দান্ত ব্যবসা 'গদর ২' ছবির। ৬৫ বছর বয়সেও ব্লকবাস্টার হিট দিলেন অভিনেতা, যা অবশ্যই বলিউডের জন্য সুখবর।
6/10
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, 'গদর ২' প্রথম দিনেই ৪০.১০ কোটি টাকার ব্যবসা করেছে।
7/10
সূত্রের খবর, সাধারণ মানুষ, সিঙ্গল স্ক্রিনের ক্ষেত্রে রেকর্ড ভাঙা আয়, যে ধারা অন্যান্য বেশিরভাগ ছবির থেকে একেবারে আলাদা, তাইই এই ছবির ক্ষেত্রে সহায় হয়েছে।
8/10
বেশিরভাগ ক্ষেত্রেই বলিউড ছবি ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেইনে বেশি আয় করে। এক্ষেত্রে ঘটনা উল্টো। সাধারণ 'mass' সেক্টরে এই ছবি ঝড় তুলেছে বেশি।
9/10
এরপর শনি ও রবিবার ছুটির দিনের পর সামনের মঙ্গলবার ১৫ অগাস্ট আসছে। বলিউডের আশা, স্বাধীনতা দিবসে আরও বাড়বে 'গদর ২'-এর ব্যবসা, সৌজন্য ছবির গল্পও।
10/10
প্রথম দিনেই 'গদর ২' তার সম্ভাব্য আয়ের ৬০ শতাংশ বক্স অফিস থেকে তুলে নিয়েছে এবং এই আয়ের ৮৬ শতাংশই এসেছে সন্ধ্যার শো থেকে।
Published at : 12 Aug 2023 08:11 PM (IST)