'Naach Baby': সানি লিওনি-রেমো ডি'সুজা এক ফ্রেমে, মুক্তি পেল 'নাচ বেবি'
মন জয় করেছিল গানের পোস্টার ও টিজার। অবশেষে মুক্তি পেল মাচাও মিউজিকের প্রথম মিউজিক ভিডিও, 'নাচ বেবি'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগানে বিখ্যাত নৃত্যশিল্পী ও পরিচালক রেমো ডি'সুজার সঙ্গে তালে তাল মেলাতে দেখা গেল সানি লিওনিকে।
'সানি ও ড্যানিয়েলের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আমি খুবই ঘনিষ্ঠভাবে কাজ করেছি।'
ভূমি ত্রিবেদী ও ভিপিন পাটওয়ার এই গানের হাত ধরে প্রথমবার একসঙ্গে দেখা গেল সানি লিওনি ও রেমো ডি'সুজাকে।
একসঙ্গে এক ফ্রেমে রেমো ও সানিকে দেখা যাবে, খবর প্রকাশ্যে আসতেই পুরো গানের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা।
সানি লিওনির কথায়, 'এটি একটি গরবা নাচের গান। এই কাজটা করতে পেরে ভীষণ খুশি।'
সানি বলেন, 'আমার রাখী ভাই হিতেন্দ্র কাপোপারা এই কাজটি করতে বলেছিলেন। সেই সঙ্গে রেমোর সঙ্গে কাজ করতে পারা একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা।'
'মাচাও মিউজিক' ও এই গানের প্রযোজক পীষূষ জৈন বলেন, 'সানি আমাদের পরিবারের সদস্য।'
সানির অভিনয়ের সঙ্গে নাচের মিশেল, এই গানটিকে অন্য মাত্রা দিয়েছে। এই মিউজিক ভিডিওয় বিনা পারিশ্রমিকে কাজ করতে রাজি হন সানি লিওনি, জানান প্রযোজক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -