Super Singer Season 3 Finale: শেষ লগ্নে 'সুপার সিঙ্গার সিজন ৩', ১০ ঘণ্টা ধরে চলবে 'ফিনালে' পর্ব
শেষ হতে চলেছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় গানের রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার সিজন ৩'। ২০ মার্চ একটানা ১০ ঘণ্টা ধরে চলবে 'ফিনালে' পর্ব। শুরু হবে দুপুর ১টায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযীশু সেনগুপ্তের সঞ্চালনায় এবং কুমার শানু, সোনু নিগম, কৌশিকী চক্রবর্তীর বিচারে ৩২ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শেষ পর্বে পৌঁছেছেন ৭ জন ফাইনালিস্ট।
এই প্রতিযোগীদের মেন্টর এবং গাইড করেছেন শোভন গঙ্গোপাধ্যায় একজন অ্যারেঞ্জার হিসেবে, অয়ন বন্দ্যোপাধ্যায় সিনিয়র মেন্টর হিসেবে। সঙ্গে ছিলেন সুজয় ভৌমিক, রাজীব দাস এবং দীপান্নিতা চৌধুরী।
'ফিনালে'তে হাজির হবেন আরও বেশ কিছু অতিথি শিল্পী। মাধুরী দীক্ষিত ছাড়াও থাকবেন ইলা অরুণ, শান, পলক মুছল, কবিতা কৃষ্ণমূর্তি, বাদশাহ।
সঙ্গীত প্রতিযোগিতার শেষ পর্বের মঞ্চে হাজির হবেন টলিউডের দুই মহা তারকা দেব ও জিৎ। মাধুরী দীক্ষিতের সঙ্গে পারফর্ম করবেন তাঁরাও।
ফাইনাল পর্বে পৌঁছেছেন ৭ প্রতিযোগী। শুচিস্মিতা, মানসী, প্রণয়, কুমার গৌরব, সৌমী, দেয়াসিনি ও শুভজিৎ।
চ্যানেলের মুখপাত্রের কথায়, 'সুপার সিঙ্গার সিজন ৩-এর জন্য আমাদের দর্শকদের কাছ থেকে আমরা যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি তাতে আমরা অভিভূত। গোটা বাংলা থেকে লুকিয়ে থাকা প্রতিভাদের চিহ্নিত করা এবং প্রচার করার জন্য আমাদের নিরন্তর প্রচেষ্টা রয়েছে। ১০ ঘণ্টা ব্যাপী বিনোদনের কার্নিভাল দেখতে এবং পরবর্তী সুপার সিঙ্গার বিজয়ীর মুকুট কার মাথায় ওঠে দেখার জন্য দর্শকদের বেশি অপেক্ষা করতে হবে না।'
সঞ্চালক যীশু সেনগুপ্তের কথায়, 'এই অনুষ্ঠানের নিজস্ব একটা সারল্য আছে। দর্শকের কাছে আলাদা আবেদন নিয়ে এসেছে এই অনুষ্ঠান।'
সঙ্গীত তারকা সোনু নিগমের কথায়, 'এই অনুষ্ঠানের সবচেয়ে বড় ইতিবাচক দিক যে এখানে আমরা শোয়ের সুবিধা দেখিনি। বরং প্রতিযোগীদের প্রয়োজনীয়তা দেখেছি, তাঁরা কীভাবে কমফর্টেবল থাকবে সেই চিন্তা করেছি। প্রত্যেককে সমান সুযোগ দেওয়া হয়েছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -