ভিলে পার্লে শেষকৃত্য সম্পন্ন সুশান্ত সিংহ রাজপুতের, মুখাগ্নি করলেন বাবা, ছিলেন বেশ কয়েকজন তারকাও
মুম্বইয়ের ভিলে পার্লে শেষকৃত্য সম্পন্ন হল বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। পটনা থেকে পরিবারের লোকজন মুম্বইতে পৌঁছনোর পরই শেষকৃত্যর প্রস্তুতি শুরু হয়। ছেলের মুখাগ্নি করলেন সুশান্তর অশক্ত বাবা। (ছবি-মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত জানা যায়নি যে, কেন এই চরম সিদ্ধান্ত নিলেন সুশান্ত। তাঁর অন্তেষ্টিতে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কপূর, কৃতী শ্যানন, বিবেক ওবেরয় সহ বেশ কয়েকজন তারকা।
সুশান্তের মৃত্যুর খবর পুলিশকে জানিয়েছিলেন তাঁর পরিচারক। (ছবি-মানব মঙ্গলানি)
সুশান্ত সিংহ রাজপুতের এভাবে মৃত্যুর ঘটনায় স্তম্ভিত ফিল্ম ইন্ডাস্ট্রি। (ছবি-মানব মঙ্গলানি)
জানা গেছে, গত কয়েক মাস ধরেই অবসাদগ্রস্ত ছিলেন সুশান্ত। (ছবি-মানব মঙ্গলানি)
গলায় ফাঁসের কারণেই শ্বাসরুদ্ধ হয় সুশান্তের। রিপোর্ট পুলিশের কাছে জমা পড়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
রিপোর্টে বলা হয়েছে, শ্বাসরুদ্ধ হওয়ার কারণেই মৃত্যু হয়েছে। (ছবি-মানব মঙ্গলানি)
সুশান্ত সিংহ রাজপুতের দেহের ময়নাতদন্তের পর এর রিপোর্ট জানিয়ে দেয় মুম্বইয়ের কুপার হাসপাতাল। (ছবি-মানব মঙ্গলানি)
উল্লেখ্য, রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিংহ রাজপুত। (ছবি-মানব মঙ্গলানি)
পটনা থেকে প্রয়াত অভিনেতার পরিবারের মুম্বইতে এসে পৌঁছনোর অপেক্ষা করা হচ্ছিল। পরিবারের সদস্যরা পৌঁছনোর পরই শেষযাত্রা শুরু হয়। (ছবি-মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -