Sushant Singh Rajput Net Worth: মহাকাশ ভালোবাসতেন, চাঁদে নিজের নামে জমি কিনেছিলেন সুশান্ত

Continues below advertisement

সুশান্ত সিং রাজপুত

Continues below advertisement
1/10
১৪ জুন ২০২০। হঠাৎ দুঃসংবাদ। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছিলে গোটা দেশে। সুশান্তের আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল অভিনেতার নিথর দেহ। তাঁর মৃত্যু নিয়ে আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছিলেন বলিউডের বিভিন্ন পরিচিত মুখেরা। জড়িয়ে গিয়েছিল মাদককাণ্ডও। কিন্তু কি কারণে ৩৪ বছরের প্রাণবন্ত অভিনেতা বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ? এখনও তা অজানা।
১৪ জুন ২০২০। হঠাৎ দুঃসংবাদ। বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবরে শোরগোল পড়ে গিয়েছিলে গোটা দেশে। সুশান্তের আবাসনে তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল অভিনেতার নিথর দেহ। তাঁর মৃত্যু নিয়ে আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছিলেন বলিউডের বিভিন্ন পরিচিত মুখেরা। জড়িয়ে গিয়েছিল মাদককাণ্ডও। কিন্তু কি কারণে ৩৪ বছরের প্রাণবন্ত অভিনেতা বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ? এখনও তা অজানা।
2/10
বিহারের এই তরুণ অভিনেতা বলিউডে পা রেখেছিলেন কোনও পূর্বপরিচিতি ছাড়াই। ধারাবাহিক থেকেই জনপ্রিয়তার শুরু সুশান্তের। পরবর্তীকালে রুপোলি পর্দাতেও দর্শকদের মন জয় করেছিলেন সুশান্ত। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল এই ছবি।
3/10
মহাকাশ আকর্ষণ করত সুশান্তকে। রাত জেগে ছাদে বসানো টেলিস্কোপে চোখ রাখতেন সুশান্ত। সোশ্যাল মিডিয়াতেও বহুবার সেই ছবি পোস্ট করেছেন সুশান্ত।
4/10
সুশান্তই বলিউডের প্রথম ও একমাত্র অভিনেতা যিনি চাঁদে জমি কিনেছিলেন। ইন্টারন্যাশানাল লুনার ল্যান্ড রেজিস্ট্রি করে চাঁদে জমি কিনেছিলেন তিনি।
5/10
শ্রদ্ধা কপূরের মত অনেক অভিনেতা অভিনেত্রীই বিভিন্ন সময়ে বলেছিলেন সুশান্তের মহাকাশ ভালোবাসার কথা। এমনকি তাঁর বাড়িতে অতিথি আসলেও তাঁকে টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের বিভিন্ন জিনিস বোঝাতেন সুশান্ত।
Continues below advertisement
6/10
প্রতি ছবির জন্য সাধরণত ৫-৭ কোটি টাকা নিতেন সুশান্ত। তাঁর মৃত্যুর পরেও ৫৯ কোটি টাকা রেখে গিয়েছেন তিনি।
7/10
সুশান্তের সংগ্রহে রয়েছে BMW’s 1300R বাইক, Maserati Quattroporte ও Range Rover SUV-র মত বিলাসবহুল গাড়ি। বান্দ্রার যে আবাসনে সুশান্ত থাকতেন, সেখানকার ভাড়াও ছিল লক্ষাধিক।
8/10
সুশান্তের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও। মাদক মামলায় জেলেও যেতে হয়েছিল তাঁকে। যদিও এখন সেইসব কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া।
9/10
সম্প্রতি সুশান্তের জীবন নিয়ে ছবি বানানোরও কথা হয়েছে। যদিও সেই প্রস্তাবে ক্ষুণ্ণ হয়েছে সুশান্তের পরিবার।
10/10
ছবি সৌজন্যে: সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola