Sushmita Sen: মলদ্বীপের নীল সমুদ্রের বুকে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সুস্মিতা সেন, জানেন তাঁর পরিচয়?
মলদ্বীপে নীল সমুদ্রের বুকে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ সুস্মিতা সেন, মুখে হাসি, প্রাক্তন বিশ্বসুন্দরীর এলো চুল আলতো হাতে সরিয়ে দিচ্ছেন প্রেমিক। রোহমান শলের ফের কাছাকাছি কি সুস্মিতা সেন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই প্রেমের ছবি যাঁর প্রোফাইলে বৃহস্পতিবার সন্ধেয় ঝলমল করে উঠল, তা সুস্মিতা সেনের নিজের প্রোফাইল নয়, আর রোহমান শলের তো নয় ই। তবে? প্রোফাইলের ওপরে ঝলমল করছে মালিকের নাম। ললিত কুমার মোদি!
পুরনো সমস্ত সম্পর্ক, জল্পনায় জল ঢেলে ললিত কুমার মোদির সঙ্গে প্রেম করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। সোশ্যাল মিডিয়ায় আজ সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনলেন ললিত মোদি খোদ। সম্প্রতি নায়িকার সঙ্গে মলদ্বীপও ঘুরে এসেছেন তিনি।
ললিত কুমার মোদি (Lalit Kumar Modi) আর সুস্মিতা সেন (Sushmita Sen) কি বিবাহিত? ট্যুইটারে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের জীবনের নতুন শুরুর কথা ঘোষণা করলেন ললিত মোদি নিজেই।
আজ সোশ্যাল মিডিয়ায় ললিত মোদি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।'
প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিস্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।'
গতবছর দীর্ঘদিনের প্রেমিক রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। যদিও বিচ্ছেদের পরেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল রোহমান আর সুস্মিতাকে। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে এখন ললিত কুমার মোদির সঙ্গে জীবনে নতুন অধ্যায় লিখতে ব্যস্ত সুস্মিতা।
প্রসঙ্গত, আইপিএলের জনক বলা হয় ললিত মোদিকে। টি টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পরে, আইপিএলের হাত ধরেই রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন রাজস্থানের এই ক্রিকেট কর্তা।
ভারতে যে ফ্র্যাঞ্চাইজি নির্ভর টি টোয়েন্টি টুর্নামেন্ট জনপ্রিয়তার শিখর ছুঁতে পারে, প্রমাণ করে দিয়েছিলেন মোদি। কিন্তু পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে।
স্পট ফিক্সিংকাণ্ডে যখন ভারতীয় ক্রিকেট তোলপাড় তখন নির্বাসিত হন মোদি। সেই থেকেই তাঁর ঠিকানা লন্ডন। সুস্মিতা সেন ও ললিত মোদির একাধিক ছবি পোস্ট করে তাঁদের শুভেচ্ছাো জানিয়েছেন বন্ধুরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -