Sushmita Sen: রোহমানের সঙ্গে সুস্মিতার প্রেম সত্যিই 'প্রাক্তন'? নায়িকার পোস্ট উস্কে দিল জল্পনা
দিন শেষে সোশ্যাল মিডিয়ায় একটা আদুরে পোস্ট... আর তাইই যেন ফের উস্কে দিল জল্পনা। সুস্মিতা সেন (Sushmita Sen) ও রোহমান শল (Rohman Shawl)-এর সম্পর্কের সমীকরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সুস্মিতার 'প্রাক্তন' প্রেমিক রোহমানের জন্মদিন। আর তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়ে সুস্মিতা যে পোস্ট করলেন, তাতে নেটিজেনদের মনে প্রশ্ন জাগল, রোহমানের সঙ্গে সুস্মিতার সম্পর্ক প্রাক্তন নাকি বর্তমান?
তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার সুস্মিতার সঙ্গে দেখা গিয়েছে রোহমানকে। অথচ একসময়, এই রোহমানের সঙ্গেই সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করেছিলেন সুস্মিতা।
অভিনেত্রী চিরকালই স্পষ্টবক্তা আর তাই, নিজের জীবন নিয়েও খোলামেলা উত্তর দিতে ভালবাসেন তিনি। তাঁকে নিয়ে যাই ঘটনা বা রটনা হোক না কেন.. সুস্মিতা চিরকালই নিজের মতামতটুকু দ্ব্যর্থহীনভাবেই সামনে রাখেন। স্পষ্ট কিন্তু পরিমিত। শান্ত কিন্তু কঠিন।
তবে রোহমানের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের কথা জানালেও, তাঁর সঙ্গে সম্পর্ক জোড়া লাগার কথা কখনোই নিজের মুখে স্বীকার করেননি সুস্মিতা। অথচ বারে বারেই একসঙ্গে দেখা গিয়েছে রোহন ও সুস্মিতাকে।
শুরুটা হয়েছিল সুস্মিতার অসুস্থতার সময় থেকে। সেই সময়ে হাসপাতালে সুস্মিতা পাশে পেয়েছিলেন প্রাক্তন প্রেমিককেই। সেই সময়ে চর্চায় ছিল ললিত মোদির (Lalit Modi)-র সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন।
তবে ললিত মোদি সুস্মিতার সঙ্গে ছবি শেয়ার করলেও প্রেমে মোটেই সিলমোহর দেননি সুস্মিতা। বরং তিনি লিখেছিলেন, তাঁর বিয়ে হয়নি মোটেই। এমনকি তিনি কোনও সম্পর্কেও নেই। তবে, এর পরে, বারে বারে এক ফ্রেমে দেখা গিয়েছে রোহমান ও সুস্মিতাকে।
image 8
আজ রোহমানের সঙ্গে জন্মদিনে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। শীতপোশাকে দাঁড়িয়ে সেলফি তুলছেন রোহমান। তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে সুস্মিতা।
নায়িকা লিখছেন, 'শুভ জন্মদিন বাবুসস রোহমান। খুশি থাকো সবসময়। অনেক ভালবাসা, আদর।' আর এই পোস্টের পরেই নেটিজেনদের প্রশ্ন, তবে কি সুস্মিতার জীবনে ফিরল নতুন প্রেম?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -