১৯ নভেম্বর থেকে শ্যুটিং, 'পাকা দেখা'-র মহরত সারলেন সুস্মিতা-সোহম
রুপোলি পর্দায় নতুন জুটি। সোহম চক্রবর্তী আর সুস্মিতা চট্টোপাধ্যায়। নতুন ছবি 'পাকা দেখা'-য় পর্দা ভাগ করে নেবেন তাঁরা। আজ ছবির মহরতের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে একগুচ্ছ ছবি শেয়ার করলেন সুস্মিতা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনায়ক নায়িকার 'পাকা দেখা' নিয়েই গড়ে উঠেছে ছবির মজার গল্প। মুখ্য দুই চরিত্র অর্থাৎ সুস্মিতা ও সোহমের নাম জয় ও তিয়াশা।
দুই পরিবারের 'পাকা দেখা' নিয়ে গড়ে উঠবে গল্প। দুই পরিবারের মুখ্য দুই সদস্য জয় ও তিয়াশা। দু'জনের জীবনধারণের পদ্ধতিও খানিক আলাদা।
ব্যাঙ্কের কর্মচারী জয়। ব্যাঙ্কে চাকরি করলেও তাঁর দৈনন্দিন জীবন একেবারে ঘড়ির কাঁটা মেনে চলে।
অন্যদিকে আই টি সেক্টরে কাজ করে তিয়াশা। অফিসের প্রবল কাজের চাপে জীবনের কোনওকিছুই সময় মতো সামাল দিতে পারে না সে। অফিসপাড়াতেই জয়ের সঙ্গে তিয়াশার আলাপ।
কিন্তু এবার তিয়াশার বাবা চান যে তাঁর মেয়ের বিয়ে হোক, তাও জয়ের সঙ্গেই। সেই সূত্রেই শুরু হয় দুই পরিবারের 'পাকা দেখা'।
হাজির ছবির ক্ল্যাপস্টিক। ১৯ নভেম্বর শুরু হবে শ্যুটিং।
১৯ নভেম্বর, শ্যুটিং শুরু হল নতুন বাংলা ছবি 'পাকা দেখা'-র (Paka Dekha Movie)। প্রেমেন্দু বিকাশ চাকির (Premendu Bikash Chaki) পরিচালনায়, সোহম চক্রবর্তী ও শুভমের (Soham Chakraborty and Subham) পরিবেশনায় মুক্তি পাবে নতুন ছবি 'পাকা দেখা'।
ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তী (Soham Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Susmita Chatterjee), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee), দোলন রায় (Dolon Roy)ও দীপঙ্কর দে (Dipankar Dey)।
ছবিটির প্রযোজনা করছে 'সোহমস এন্টারটেনমেন্ট' ও 'সোনম মুভিস' (Soham's Entertainment and Sonom Movies)। ছবির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সঙ্গীত পরিতচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -