Sussanne Khan: 'ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন আরিয়ান', এবার পাশে দাঁড়ালেন সুজান খান
মাদককাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারের পর থেকেই সরগরম বলিউড। ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট। যদিও কিং খান পুত্রের পাশেই দাঁড়িয়েছেন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপূজা ভাট, হংসাল মেহতা এবং আরও কয়েকজনের পরে আরিয়ানের সমর্থনে সুর চড়ালেন সুজান। আরিয়ানের গ্রেফতারের প্রেক্ষিতে শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের সমর্থনে এগিয়ে এসেছেন তাঁদের দীর্ঘদিনের বন্ধু সুজান।
তিনি সাফ জানিয়েছেন অবৈধ মাদক নিয়ে বলিউড টার্গেট করা হয়ে থাকে অযাচিত।
ইনস্টাগ্রামে সাংবাদিক শোভা দে -এর প্রতিবেদনে প্রতিক্রিয়া জানিয়ে সুসান লিখেছেন, “আমার মনে হয় এটা আরিয়ান খানের কথা নয়, কারণ তিনি দুর্ভাগ্যবশত ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন, এই পরিস্থিতিকে কিছু লোকের উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য একটি উদাহরণ তৈরি করা হচ্ছে।
আরিয়ানকে 'ভাল ছেলে' বলেই উল্লেখ করেছেন তিনি। সুজানের কথায়, যা হয়েছে তা দুঃখজনক এবং অন্যায়। আরিয়ান অত্যন্ত ভাল ছেলে। আমি শাহরুখ এবং গৌরি খানের পাশে আছি।
এদিকে সূত্রের খবর, ৪ বছর ধরে মাদক নিচ্ছেন শাহরুখ-পুত্র, সব জানত পরিবার। ব্রিটেন, দুবাইতেও মাদক নেওয়ার কথা স্বীকার আরিয়ানের।
রবিবার সন্ধেয় শাহরুখ-পুত্র-সহ ৩ জনকে পেশ করা হয় মুম্বইয়ের কিলা কোর্টে। আরিয়ানের হয়ে মামলা লড়েন আইনজীবী সতীশ মানশিন্ডে।
শুনানিতে আদালতের অ্যাডিশনাল চিফ আর. এম. নার্লিকর জানিয়েছেন, অভিযুক্ত আরিয়ান খান অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের সঙ্গ দিয়েছিলেন যাঁর থেকে মাদক উদ্ধার করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -