SVF announces: ফেলুদা, ব্যোমকেশ, সোনাদা, একেনবাবু, বড়পর্দায় ৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা এসভিএফের
ছুটির দিনের সকালে একগুচ্ছ নতুন ছবি মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ। টলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনই অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছিলেন মুক্তির দিন ঘোষণারও। রহস্য রোমাঞ্চ থেকে গোয়েন্দা, প্রেম, থ্রিলার, সবরকম ছবিই থাকছে গোটা বছর। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন ছবি কবে মুক্তি পাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘোষণা হয়েছিল গত শীতের ছুটিতেই। পর্দায় ফেলুদাকে নিয়ে ফিরছেন সন্দীপ রায় (Sandip Roy)। তবে সেই সময় প্রকাশ করা হয়নি ছবি মুক্তির দিন। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে ঘোষণা করা হল, ফেলুদা মুক্তি পাচ্ছে চলতি বছরের শেষে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি হবে এই ছবি। ২৩ ডিসেম্বর বড়পর্দায় আসছে 'হত্যাপুরী'।
সদ্য মুক্তি পেয়েছে ব্যোমকেশ হিসেবে আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), সোহিনী সরকার (Sohini Sarkar) ও সুহত্র মুখোপাধ্যায়ের (Suhotra Mukhopadhyay) প্রথম লুক। তবে এখনও শুরু হয়নি ছবির শ্যুটিং। তবে ইতিমধ্যেই প্রকাশ্যে এল মুক্তির তারিখ। চলতি বছরের ১১ অগাস্ট মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশের নতুন ছবি। পোস্টারে কেবল ব্যোমকেশ লেখা থাকলেও, এখনও ছবির নাম চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।
রহস্য-রোমাঞ্চ নয়, নিখাদ কলেজ প্রেমের গল্প বলতে পর্দায় আসছে 'এক্স=প্রেম'। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি মুক্তি পাচ্ছে ১৩ মে। আজ প্রযোজনা সংস্থা এসভিএফের পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে একাধিক ছবির। সেই তালিকাতেই রয়েছে 'এক্স=প্রেম'।
শ্যুটিং শেষ হয়েছিল আগেই। আর এবার ঘোষণা হল 'খেলা যখন' ছবির মুক্তির তারিখ। অরিন্দম শীল পরিচালিত, মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায় (Mimi Chakraborty, Arjun Chakrabarty and Susmita Chatterjee) অভিনীত 'খেলা যখন' মুক্তি পাবে চলতি বছরের ১ জুলাই।
চমকে দেওয়ার মত খবর শুনিয়েছিলেন নতুন বছরের শুরুতেই। বড়পর্দার জনপ্রিয় নায়ক এবার ক্যামেরার পিছনে, পরিচালকের ভূমিকায়। ওয়েবসিরিজ পরিচালনায় সাফল্যের পর এবার একেবারে পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)। এসভিএফের প্রযোজনায় বাদল সরকারের জনপ্রিয় নাটক 'বল্লভপুরের রূপকথা' -কে পর্দায় তুলে আনছেন পরিচালক অনির্বাণ। আর এবার প্রকাশ পেল মুক্তির দিন। ২১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে অনির্বাণের 'বল্লভপুরের রূপকথা'।
ফের রহস্যের সন্ধানে বেরিয়ে পড়বেন সোনাদা। কবে? আজ ঘোষণা করা হল সেই দিনই। প্রযোজনা সংস্থা এসভিএফের তরফ থেকে জানানো হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধ্রুব বন্দোপাধ্যায়ের (Dhubo Banerjee) সোনাদা ফ্রাঞ্চাজির নতুন ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty) ও ইশা সাহা (Isha Saha)।
জনপ্রিয়তার শুরু ওটিটি প্ল্যাটফর্ম থেকে। টাক মাথা, হাসি মাখা কোনও চরিত্র যে ভরপুর রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প শোনাতে পারে, তা আন্দাজই করতে পারেনি বাঙালি। সাদামাটা মুখের পিছনে রহস্যের হদিশই ছিল একেনবাবুর ইউএসপি। ওটিটিতে জনপ্রিয়তা পাওয়ার পর এবার পর্দায় আসছে 'একেনবাবু'। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'একেনবাবু'।
: এখনও শ্যুটিং চলছে জোরকদমে, আর তার মধ্যেই ঘোষণা হয়ে গেল মুক্তির দিন! দিন দশেক আগেই মুক্তি পেয়েছিল নতুন ছবি 'কুলের আচার'-এর অভিনেতা অভিনেত্রীদের ফার্স্ট লুক। চলতি বছরের ৩রা জুন মুক্তি পাবে বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকারের জুটির প্রথম ছবি 'কুলের আচার'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -