Swastika Mukherjee: অশ্লীল মেসেজ, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রযোজকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্বস্তিকা
Actress Swastika Mukherjee: অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল।
অশ্লীল মেসেজ, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রযোজকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্বস্তিকা
1/10
প্রথমে হুমকি, অশ্লীল ইমেল এবং তারপরে একেবারে সরাসরি নগ্ন ছবির নমুনা পাঠিয়ে, 'এর থেকেও খারাপ ছবি' ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো... অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Actress Swastika Mukherjee)-র হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া।
2/10
স্বস্তিকা ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন। সেইসঙ্গে সংবাদমাধ্যমকেই প্রমাণসহ নিজের অভিযোহ বিস্তারিত জানিয়েছেন অভিনেত্রী।
3/10
ঘটনার সূত্রপাত 'শিবপুর' (Shibpur) ছবি থেকে। গত বছর, অর্থাৎ ২০২২ সালের জুলাই মাসে এই ছবির শ্যুটিং শুরু হয়।
4/10
স্বস্তিকার দাবি, ৮ জুলাই তিনি চুক্তিতে স্বাক্ষর করেন এবং যে টাকার চুক্তি ছিল, তার বাইরে একটি পয়সাও তিনি নেননি। ইন্দো-আমেরিকানার ব্যানারে এই ছবির দুই প্রযোজক অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকার।
5/10
অজন্তা সিংহ রায় এবং সন্দীপ সরকারের অভিযোগ টাকা নিয়েও প্রচারে হাজির থাকতে নারাজ ছিলেন স্বস্তিকা, আর সেই কারণেই এই হুমকি মেল।
6/10
মেলে পাঠানো যাবতীয় ছবি, হুমকির ভাষা ও খুঁটিনাটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা খোদ। অভিনেত্রীর অভিযোগ, গত ১ মাস ধরে তাঁকে ও তাঁর মহিলা সহকারীকে বিভিন্ন অশ্লীল ইমেল ও হুমকি পাঠানো হচ্ছিল।
7/10
এবার সরাসরি স্বস্তিকার নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, মিটমাট না করে নিলে এর চেয়েও খারাপ ছবি ছড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, স্বস্তিকা, তাঁর সহকারী এমনকি 'শিবপুর'-এর পরিচালক অরিন্দম ভট্টাচার্য্য (Arindam Bhattacharyya)-পর্যন্ত খুনের হুমকি পেয়েছেন।
8/10
স্বস্তিকার দাবি, বারে বারে প্রযোজনা সংস্থার কাছে প্রচারের পরিকল্পনা জানতে চেয়েছিলেন তিনি ও তাঁর সহকারী। কিন্তু তাঁদের তরফ থেকে পরিস্কারভাবে কিছুই জানানো হয়নি।
9/10
বর্তমানে প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। সেইদিকেও নজর ছিল স্বস্তিকার। শিবপুরের পোস্টার মুক্তির পরে তা সোশ্যাল মিডিয়ায় নিয়মমাফিক শেয়ারও করে নিয়েছিলেন স্বস্তিকা।
10/10
ঘটনায় ইতিমধ্যেই গলফ গ্রিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। ইম্পাকেও তিনি লিখিতভাবে বিষয়টি সম্পর্কে অভিযোগ জানিয়েছেন। অভিনেত্রীর আশঙ্কা, তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটানোর সাহস পেলে টলিউডে নতুন অভিনেত্রীদের কী কী হেনস্থার শিকার হতে হবে।
Published at : 05 Apr 2023 10:11 PM (IST)