Swastika Mukherjee: 'বাবাকে খুঁজে পাওয়ার উপায় ছিল এই হলুদ সোয়েটারটা'
প্রায় ৩ মাস কলকাতা থেকে বাইরে স্বস্তিকা। সদ্য কাশ্মীর থেকে একগুচ্ছ ভ্রমণের ছবি শেয়ার করে নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা বরফের মধ্যে একটা পাথরের ওপর আনমনে বসে স্বস্তিকা মুখোপাধ্যায়। জায়গাটা কাশ্মীর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
তাঁর গায়ে একটা হলুদ রঙের সোয়েটার, চোখে চশমা। কিন্তু সেই বরফ ঢাকা উপত্যকায় নিভৃতে বসে হঠাৎ কেন বাবার কথা মনে পড়ল স্বস্তিকার? সেই হদিশ রইল ক্যাপশনে।
একগুচ্ছ হলুদ সোয়েটার পরা ছবি শেয়ার করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, 'হলুদ রঙের এই সুন্দর জিনিসটা আমার বাবার। শিলংয়ে বেড়াতে যাওয়ার সময় প্রথমবার বাবাকে এটা পরতে দেখেছিলাম।'
স্বস্তিকা আরও লিখছেন, ' গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্রথা বাকি সব পরিবারের মত আমাদেরও ছিল। চেরাপুঞ্জিতে ঘন কুয়াশায় বাবাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল হলুদ সোয়েটারটাই।'
স্বস্তিকা আরও লিখছেন, তখন আমি ক্লাস ফোরে পড়ি বোধহয়। ছুটি শেষে ড্রাই ক্লিনার্স থেকে ফিরে এলে মা নরম কাপড়ে মুড়ে তুলে রাখত।'
'গরম জামাকাপড় থাকে যেভাবে সব মধ্যবিত্তর বাড়িতে। এর জন্য যত্ন ছিল একটু বেশি। কারণ, হলুদ রং মায়ের সবচেয়ে প্রিয়।'
'তারপরেও বহুবার এটা বেরিয়েছে আর কেচে যত্ন সহকারে লফ্টে চলে গিয়েছে। একই রকম আছে। একদম নতুনের মতো। আমার সঙ্গে বাবারও একটু ঘোরা হয়ে গেল। জন্নত-এ-কাশ্মীর।'
প্রায় ৩ মাস কলকাতা থেকে বাইরে স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে বারে বারেই ফিরে এসেছে বাবা-মায়ের কথা। সদ্য বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -