Chaitra Navratri 2022: আজ চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন, দেশজুড়ে চলছে সতীর আরাধনা
গতকাল থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি
1/10
গতকাল থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। ১১ এপ্রিল রামনবমী উদযাপনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। ছবি সৌজন্যে পিটিআই
2/10
আজ চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন। ৯ দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন অবতারের পুজো করা হয়। আজ ব্রহ্মচারীণীর পুজো করা হচ্ছে। ছবি সৌজন্যে পিটিআই
3/10
দেবী দুর্গার অবিবাহিত জীবনের রূপ দেবী ব্রহ্মচারীণী। তিনি সতী হিসেবেও পরিচিত। তাঁর পরনে থাকে সাদা শাড়ি, হাতে কমন্ডল, গলায় রুদ্রাক্ষ। ছবি সৌজন্যে পিটিআই
4/10
দেবী সতীর পছন্দের ফুল জুঁই। তাঁর উদ্দেশ্যে এই ফুলই নিবেদন করা হয়। এছাড়া চাল, দুধ, দই, মধু, চন্দন, সিঁদুর, ফল, মিষ্টিও নিবেদন করা হয় দেবীকে। ছবি সৌজন্যে পিটিআই
5/10
দেবী ব্রহ্মচারীণীর নীল রং বিশেষ পছন্দের। তাই আজ নীল রং বিশেষভাবে ব্যবহার করেন পুণ্যার্থীরা। ছবি সৌজন্যে পিটিআই
6/10
দেশের বিভিন্ন প্রান্তে গতকাল থেকেই পালন করা হচ্ছে চৈত্র নবরাত্রি। আলোর মালায় সাজানো হয়েছে দিল্লির ঝান্ডিওয়ালান মন্দির। ছবি সৌজন্যে পিটিআই
7/10
মোরাদাবাদেও মহাসমারোহে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রি। দুর্গামন্দিরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ছবি সৌজন্যে পিটিআই
8/10
পুরাণ অনুযায়ী, এক দৈত্যের জন্য দেবী দুর্গাকে ৯ দিন একটি গুহায় কাটাতে হয়েছিল। সেই কারণে পুণ্য়ার্থীরা ৯ দিন উপবাসে থেকে দেবীর মঙ্গল কামনা করেন। ছবি সৌজন্যে পিটিআই
9/10
চৈত্র নবরাত্রির প্রথম দিন টনকপুরের পূর্ণগিরি মন্দিরে পুজো দিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ছবি সৌজন্যে পিটিআই
10/10
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলরামপুরের পটেশ্বর মন্দিরে পুজো দিতে যান। ছবি সৌজন্যে পিটিআই
Published at : 03 Apr 2022 10:04 AM (IST)