Chaitra Navratri 2022: আজ চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন, দেশজুড়ে চলছে সতীর আরাধনা
গতকাল থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। ১১ এপ্রিল রামনবমী উদযাপনের মাধ্যমে শেষ হবে এই উৎসব। ছবি সৌজন্যে পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিন। ৯ দিন ধরে দেবী দুর্গার বিভিন্ন অবতারের পুজো করা হয়। আজ ব্রহ্মচারীণীর পুজো করা হচ্ছে। ছবি সৌজন্যে পিটিআই
দেবী দুর্গার অবিবাহিত জীবনের রূপ দেবী ব্রহ্মচারীণী। তিনি সতী হিসেবেও পরিচিত। তাঁর পরনে থাকে সাদা শাড়ি, হাতে কমন্ডল, গলায় রুদ্রাক্ষ। ছবি সৌজন্যে পিটিআই
দেবী সতীর পছন্দের ফুল জুঁই। তাঁর উদ্দেশ্যে এই ফুলই নিবেদন করা হয়। এছাড়া চাল, দুধ, দই, মধু, চন্দন, সিঁদুর, ফল, মিষ্টিও নিবেদন করা হয় দেবীকে। ছবি সৌজন্যে পিটিআই
দেবী ব্রহ্মচারীণীর নীল রং বিশেষ পছন্দের। তাই আজ নীল রং বিশেষভাবে ব্যবহার করেন পুণ্যার্থীরা। ছবি সৌজন্যে পিটিআই
দেশের বিভিন্ন প্রান্তে গতকাল থেকেই পালন করা হচ্ছে চৈত্র নবরাত্রি। আলোর মালায় সাজানো হয়েছে দিল্লির ঝান্ডিওয়ালান মন্দির। ছবি সৌজন্যে পিটিআই
মোরাদাবাদেও মহাসমারোহে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রি। দুর্গামন্দিরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। ছবি সৌজন্যে পিটিআই
পুরাণ অনুযায়ী, এক দৈত্যের জন্য দেবী দুর্গাকে ৯ দিন একটি গুহায় কাটাতে হয়েছিল। সেই কারণে পুণ্য়ার্থীরা ৯ দিন উপবাসে থেকে দেবীর মঙ্গল কামনা করেন। ছবি সৌজন্যে পিটিআই
চৈত্র নবরাত্রির প্রথম দিন টনকপুরের পূর্ণগিরি মন্দিরে পুজো দিতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ছবি সৌজন্যে পিটিআই
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলরামপুরের পটেশ্বর মন্দিরে পুজো দিতে যান। ছবি সৌজন্যে পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -