'Durgapur Junction': শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং, কবে মুক্তি স্বস্তিকা-বিক্রম অভিনীত থ্রিলারের?
শেষ হল অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং। থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প।
এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে। অন্যান্য চরিত্রে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরকে।
নির্মাতাদের তরফে জানানো হয়েছে শ্যুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ২০২৪ সালে মার্চ বা এপ্রিল মাসে ছবির মুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা।
চলতি বছরেই মুক্তি পায় পরিচালকের অপর ছবি 'শিবপুর'। আর তা মুক্তি পাওয়ার আগেই 'দুর্গাপুর জংশন' ছবির কথা ঘোষণা করেন অরিন্দম ভট্টাচার্য।
শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও এক যুবক কর্মঠ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প বলবে 'দুর্গাপুর জংশন'।
বলাই বাহুল্য এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে দুর্গাপুরে। এছাড়া বোলপুর ও কলকাতায় বাকি অংশের শ্যুটিং হয়েছে। ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।
ছবি সম্পর্কে পরিচালক বলেছিলেন, 'আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গল্প।'
'দুর্গাপুরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে পরপর এবং সেই রহস্য উদঘাটনে একজন সাংবাদিক ও এক পুলিশ অফিসার কীভাবে তদন্ত নামেন সেই নিয়েই গল্প। মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।'
ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। প্রথমে বলা হয়েছিল জুন ও জুলাই মাসে শ্যুটিং সারা হবে এবং ২০২৩ সালের শীতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে পারে। কিন্তু অবশেষে শ্যুটিং শেষ হল ডিসেম্বরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -