Swastika Mukherjee donated blood: 'কথা তো অনেক দিলেন, এবার একটু রক্ত দিন', বলছেন স্বস্তিকা
স্বস্তিকা মুখোপাধ্যায়
1/6
করোনা পরিস্থিতিতে প্রায় শূন্য রক্তের ভাঁড়ার। বেড, অক্সিজেনের পাশাপাশি সমান আকাল রক্তেরও। সম্প্রতি অরিজিৎ সিংয়ের মায়ের জন্য রক্তের আবেদন করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, অনেক সাধারণ মানুষই সোশ্যাল মিডিয়া থেকে অক্সিজেন, বেডের সন্ধান পাচ্ছেন। এবার রক্ত দিতে এগিয়ে এলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বন্ধুদের নিয়ে রক্তদান করে এলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টও করলেন।
2/6
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের রক্তদানের ছবি শেয়ার করে স্বস্তিকা লেখেন, 'কথা তো অনেক দিলেন, এবার একটু রক্ত দিন। আর সঙ্গে বন্ধু বান্ধবীদের ও নিয়ে যান'
3/6
নিজের দুই বন্ধুকেও নিয়ে গিয়েছিলেন স্বস্তিকা। প্রত্যেকেই রক্ত দিয়েছেন। সেই সমস্ত ছবিও শেয়ার করেছেন তিনি।
4/6
স্বস্তিকা আরও লেখেন, 'আমি আমার দায়িত্ব পালন করলাম। এটা আপনারও দায়িত্ব। আমাদের কেবল আমরাই আছি। কেউ না কেউ কাউকে বাঁচাচ্ছে। আপনিও কারও সেই মানুষটা হয়ে উঠুন।'
5/6
স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রোফাইল খুললেই এখন কেবল বেড, অক্সিজেন ও খাবারের খোঁজ। করোনা পরিস্থিতিতে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টলিপাড়ার বিভিন্ন তারকা। সৃজিত মুখোপাধ্যায় থেকে বিরসা দাশগুপ্ত, সবাই খোঁজ দিচ্ছেন কোথায় কী কী বেড খালি আছে। অনেকে আবার ব্যবস্থা করেছেন অক্সিজেনেরও।
6/6
ছবি সৌজন্যে: স্বস্তিকা মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল
Published at : 08 May 2021 06:05 PM (IST)