Swastika Mukherjee: সবুজ লিপস্টিকে অটোয় স্বস্তিকা মুখোপাধ্য়ায়, নেটদুনিয়ার ফের ট্রোলের শিকার অভিনেত্রী
যে কোনও বিষয়েই স্রোতের বিপরীতে হাঁটতে ভালবাসেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়।
নেটদুনিয়ার ফের ট্রোলের শিকার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়
1/8
এবারও তাঁর অন্য়থা হলনা। সবুজ পোশাকের সঙ্গে সবুজ লিপস্টিকে সজ্জিতা হয়ে অটোয় চড়লেন অভিনেত্রী। পোস্ট করলেন একাধিক সেলফিও।
2/8
ক্য়াপশনে অভিনেত্রী লেখেন, অ্য়াপ ক্য়াব কখোনই ঠিকমত পাওয়া যায় না, তাই তিনি অটোতে চড়তেই ভালবাসেন।
3/8
তিনি আরও লেখেন, একই পোশাক বারবার পরতেও তিনি স্বাচ্ছন্দ্য়।
4/8
লিপস্টিকের ক্ষেত্রে তিনি লেখেন, যে কোনও রঙের শেড ব্য়বহার করতে তিনি ভালবাসেন।
5/8
আর তারপরই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয় কমেন্টের বন্য়া। কেউ লেখেন 'ভয়ানক', তো কেউ লিখলেন 'কাঁচা লঙ্কা লিপস্টিক'।
6/8
কেউ আবার চেয়ে বসলেন লিপস্টিকের শেডের নম্বর।
7/8
ছকভাঙা লুক নিয়ে তাঁর এক্সপেরিমেন্টকে কুর্নিশ জানিয়েছেন বেশ কয়েকজন। অভিনেত্রীর আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন অনেকে।
8/8
আপাতত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল তাঁর এই নতুন লুক। তবে অভিনেত্রীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Published at : 02 Aug 2023 06:45 PM (IST)