Swastika Mukherjee: সবুজ লিপস্টিকে অটোয় স্বস্তিকা মুখোপাধ্য়ায়, নেটদুনিয়ার ফের ট্রোলের শিকার অভিনেত্রী
এবারও তাঁর অন্য়থা হলনা। সবুজ পোশাকের সঙ্গে সবুজ লিপস্টিকে সজ্জিতা হয়ে অটোয় চড়লেন অভিনেত্রী। পোস্ট করলেন একাধিক সেলফিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্য়াপশনে অভিনেত্রী লেখেন, অ্য়াপ ক্য়াব কখোনই ঠিকমত পাওয়া যায় না, তাই তিনি অটোতে চড়তেই ভালবাসেন।
তিনি আরও লেখেন, একই পোশাক বারবার পরতেও তিনি স্বাচ্ছন্দ্য়।
লিপস্টিকের ক্ষেত্রে তিনি লেখেন, যে কোনও রঙের শেড ব্য়বহার করতে তিনি ভালবাসেন।
আর তারপরই সোশ্য়াল মিডিয়ায় শুরু হয় কমেন্টের বন্য়া। কেউ লেখেন 'ভয়ানক', তো কেউ লিখলেন 'কাঁচা লঙ্কা লিপস্টিক'।
কেউ আবার চেয়ে বসলেন লিপস্টিকের শেডের নম্বর।
ছকভাঙা লুক নিয়ে তাঁর এক্সপেরিমেন্টকে কুর্নিশ জানিয়েছেন বেশ কয়েকজন। অভিনেত্রীর আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন অনেকে।
আপাতত সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল তাঁর এই নতুন লুক। তবে অভিনেত্রীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -