Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
![Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/ce461e84dd1d884490ed858a91a4dfe6e1ee7.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
'খেল খেল মে' ছবির প্রচারে ব্যস্ত বলিউড অভিনেত্রী তাপসী পন্নু। সম্প্রতি মুম্বইয়ে ছবির প্রথম গানের লঞ্চে উপস্থিত ছিলেন নায়িকা। অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/51cb13046a32a652e02d9b370d19ec388bba1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সেই অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও পোস্ট হয়েছ সোশ্যাল মিডিয়ায়। তারই মধ্যে দর্শকের বিশেষ নজর কেড়েছে একটি নির্দিষ্ট ভিডিও ক্লিপ। কী এমন রয়েছে সেই ভিডিওয়? কেন এত আলোচনা?
![Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের Taapsee Pannu: সেলফির আবদারে না! 'ভাল PR ট্রেনিং প্রয়োজন', তাপসী পন্নুকে কটাক্ষ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/27/d253212a99ccc81d467ea884eaeef767eed01.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
যে ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে মঞ্চে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাপসীর সঙ্গে সেলফি তুলতে চাইলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী। এই নিয়েই শুরু হয়েছে আলোচনা।
অনন্যা দ্বিবেদী নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মঞ্চে দাঁড়িয়ে সেলফি তোলার অনুরোধ করেন তাপসীকে। রাজি হননি অভিনেত্রী। এই ভিডিও ভাইরাল হতেই হতাশা প্রকাশ করেন অনন্যা।
একটি এমনই ভিডিওর কমেন্টে অনন্যা দ্বিবেদী লেখেন, 'ওটা আমি। এবং আমি বুঝি না যে যখন এমনিতেই তোমার চারিদিকে এত ক্যামেরা রয়েছে তখন কেন সেলফি তুলতে না বলে কেউ, এবং আমার মতো ইনফ্লুয়েন্সারদের ডাকা হয়েছিল তার একমাত্র কারণ ওঁরই গানের প্রচার করা!'
তবে এটুকু বলেই থামেননি অনন্যা। তাঁর দাবি, 'ওঁর সত্যিই আরও ভাল করে PR (জনসংযোগ) ট্রেনিং প্রয়োজন।' এই ভিডিও ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের মন্তব্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে নেটিজেনরা।
কেউ কেউ তাপসী পন্নুর এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন। ওই ইনফ্লুয়েন্সারের প্রতি ইতিবাচক ভঙ্গী হতে পারত বলেই দাবি অনেকের। আবার অনেকেই তাপসীর পক্ষও নিয়েছেন। সেলফি তুলবেন কি না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে বলে দাবি একাংশের।
অনেকেই অনন্যার দিকে সরাসরি তোপ দেগেছেন। লিখেছেন, 'আপনাকে সেলফি দিতে বাধ্য নন উনি। আমি তাপসীর পক্ষে রয়েছি এই বিষয়ে।' নানা ধরনের মন্তব্যে ভরেছে সোশ্যাল মিডিয়া।
কাজের ক্ষেত্রে শীঘ্রই তাপসী পন্নুকে দেখা যাবে 'হসিন দিলরুবা'র দ্বিতীয় ভাগ, 'ফির আই হসিন দিলরুবা'য়। সঙ্গে অবশ্যই রয়েছেন বিক্রান্ত মাসে। এবারের নয়া সংযোজন জিমি শেরগিল ও সানি কৌশল। ৯ অগাস্ট নেটফ্লিক্সে মুক্তি।
এছাড়া আগামী ১৫ অগাস্ট, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'খেল খেল মে'। অক্ষয় কুমার, অ্যামি ভার্ক, ফরদিন খান, বাণী কপূরের সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাপসীকে, যার প্রচারে আপাতত ব্যস্ত তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -