Kolkata Chalantika: ইসকনে রথের রশিতে টান দিয়ে শুরু ছবির প্রচার, বিতরণ করা হল 'কলকাতা চলন্তিকা' মিষ্টি

ইসকনে 'কলকাতা চলন্তিকা' প্রচার

1/10
উল্টোরথে কলকাতার রাস্তায় টিম 'কলকাতা চলন্তিকা'। জগন্নাথ দেবের পুজো দিয়ে শুরু হল ছবির প্রচার।
2/10
রথের রশিতে টান দিলেন বং গাই ওরফে কিরণ দত্ত, সৌরভ দাস, পাভেল।
3/10
কলকাতা কখনও থামতে শেখেনি। নানা অঘটনে সাময়িকভাবে হয়তো চলার গতি থমকেছে। তবে শহর তারপরেই যে কে সেই। উল্টোরথেও আরও এক বার সেটাই দেখল শহরবাসী।
4/10
শনিবার উল্টোরথের আবহে টিম 'কলকাতা চলন্তিকা' ইসকন মন্দির প্রাঙ্গনে হাজির হতেই ২৫ হাজার লোকের জমায়েত নজরে আসে।
5/10
ভক্তদের সাক্ষী রেখে ছবির নাম দিয়ে তৈরি মিষ্টিতে জগন্নাথদেবের পুজো দেওয়া হয়। পরে সেই মিষ্টি বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
6/10
এইভাবেই শুভ দিনে ছবির প্রচার শুরু করলেন পরিচালক পাভেল। বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি ধরা দেবে আগামী ২৬ অগাস্ট।
7/10
অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ দাস, কিরণ দত্ত, প্রযোজক শতদ্রু চক্রবর্তী, শতাব্দী চক্রবর্তী।
8/10
তাঁরা এদিন ইসকনের পুজোয় অংশ নেন। রথ টানলেন জগন্নাথদেবের।
9/10
উল্টোরথের আগের দিন 'কলকাতার মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০-এ পা রেখেছেন। 'শহরের গর্ব'কে সম্মান জানিয়ে পাভেল এদিন ঘোষণা করেন ছবি মুক্তির তারিখ।
10/10
একঝাঁক তারকাখচিত ছবিটি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে।
Sponsored Links by Taboola