Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Chalantika: ইসকনে রথের রশিতে টান দিয়ে শুরু ছবির প্রচার, বিতরণ করা হল 'কলকাতা চলন্তিকা' মিষ্টি
উল্টোরথে কলকাতার রাস্তায় টিম 'কলকাতা চলন্তিকা'। জগন্নাথ দেবের পুজো দিয়ে শুরু হল ছবির প্রচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরথের রশিতে টান দিলেন বং গাই ওরফে কিরণ দত্ত, সৌরভ দাস, পাভেল।
কলকাতা কখনও থামতে শেখেনি। নানা অঘটনে সাময়িকভাবে হয়তো চলার গতি থমকেছে। তবে শহর তারপরেই যে কে সেই। উল্টোরথেও আরও এক বার সেটাই দেখল শহরবাসী।
শনিবার উল্টোরথের আবহে টিম 'কলকাতা চলন্তিকা' ইসকন মন্দির প্রাঙ্গনে হাজির হতেই ২৫ হাজার লোকের জমায়েত নজরে আসে।
ভক্তদের সাক্ষী রেখে ছবির নাম দিয়ে তৈরি মিষ্টিতে জগন্নাথদেবের পুজো দেওয়া হয়। পরে সেই মিষ্টি বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
এইভাবেই শুভ দিনে ছবির প্রচার শুরু করলেন পরিচালক পাভেল। বড় পর্দায় পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি ধরা দেবে আগামী ২৬ অগাস্ট।
অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ দাস, কিরণ দত্ত, প্রযোজক শতদ্রু চক্রবর্তী, শতাব্দী চক্রবর্তী।
তাঁরা এদিন ইসকনের পুজোয় অংশ নেন। রথ টানলেন জগন্নাথদেবের।
উল্টোরথের আগের দিন 'কলকাতার মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায় ৫০-এ পা রেখেছেন। 'শহরের গর্ব'কে সম্মান জানিয়ে পাভেল এদিন ঘোষণা করেন ছবি মুক্তির তারিখ।
একঝাঁক তারকাখচিত ছবিটি মুক্তি পাবে মাদার টেরেসার জন্মদিনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -