Tejasswi Prakash Birthday: 'বিগ বস' থেকে জনপ্রিয়তার শীর্ষে, তেজস্বী প্রকাশের প্রতিভা জানলে চমক লাগবে
তেজস্বী প্রকাশ
1/10
আজ জন্মদিন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় মুখ তেজস্বী প্রকাশের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
জনপ্রিয় তিনি আগেও ছিলেন। কিন্তু টেলিভিশনের জনপ্রিয় ও বিতর্কিত রিয়েলটি শো 'বিগ বস' জয়ের পর থেকে তেজস্বীর জনপ্রিয়তা আরও বেড়ে যায়।
3/10
মরাঠি পরিবারে জন্ম তেজস্বী প্রকাশের। তাঁর পরিবারের লোকেরা সঙ্গীত জগতের সঙ্গে জড়িয়ে রয়েছেন।
4/10
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি খেলাধুলোতেও দক্ষ তেজস্বী। অভিনেত্রী সাঁতারে পটু। তার সঙ্গে বাস্কেটবল খেলাতেও দক্ষ।
5/10
পড়াশোনাতেও তুখোড় ছিলেন তেজস্বী প্রকাশ। অভিনয় জগতে আসার আগে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা শেষ করেন। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন।
6/10
তেজস্বী প্রকাশ একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পীও। ভারতনাট্যমে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন।
7/10
ফিটনেস এবং ফ্যাশন সচেতন তেজস্বী প্রকাশ খাদ্যরসিকও বটে। তাঁর পছন্দের খাবার ফুচকা, চকোলেট, আইসক্রিম। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়ে থাকেন যে, মাছ এবং মাংসের নানা পদ তিনি খেতে খুবই ভালোবাসেন।
8/10
বড় পর্দায় কাজের স্বপ্ন রয়েছে তেজস্বীর। নানা সময়ে তিনি জানান যে, রণবীর কপূর, রণবীর সিংহ, আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোন তাঁর পছন্দের অভিনেতা অভিনেত্রী। এঁদের সঙ্গে ভবিষ্যতে কাজও করতে চান।
9/10
ছোট পর্দার একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তেজস্বী প্রকাশ। বর্তমানে তাঁকে জনপ্রিয় ধারাবাহিক 'নাগিন ৬'-এ দেখা যাচ্ছে।
10/10
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কর্ণ কুন্দ্রার সঙ্গে তাঁর সম্পর্ক শুরু হয় 'বিগ বস'-এর ঘর থেকে। দুই তারকা সোশ্যাল মিডিয়াতেও নিজেদের ছবি দেন। তেজস্বী প্রকাশকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 10 Jun 2022 10:22 AM (IST)