Dara Singh: রামায়ণে হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়, আনন্দ-সহ একাধিক ছবিতে মন ছুঁয়েছিলেন দারা সিং
Dara Singh: স্বাধীনতার বেশ অনেকটা আগে জন্মেছিলেন দারা সিং। রামায়ণে হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়, আনন্দ-সহ একাধিক ছবিতে মন ছুঁয়েছিলেন দারা সিং।
রামায়ণে হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়, আনন্দ-সহ একাধিক ছবিতে মন ছুঁয়েছিলেন দারা সিং
1/10
১৯২৮ সাল। স্বাধীনতার বেশ অনেকটা আগে জন্মেছিলেন দারা সিং।
2/10
রামানন্দ সাগরের 'রামায়ণ'-এ হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়।
3/10
অভিনয় করে মানুষের হৃদয়ে এমন ছাপ রেখেছিলেন যে, দর্শকরা তাঁকে ভগবান বলে মনে করা শুরু করেন।
4/10
সম্প্রতি সহ অভিনেতা লক্ষ্মণ অর্থাৎ সুনীল লাহিড়ী তাঁকে নিয়ে ওই সিরিয়ালের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।
5/10
সুনীল জানিয়েছেন, হনুমান যখন স্নানের জন্য জলে নামতেন, তখন তাঁর সঙ্গে কুমিরের লড়াই হত।
6/10
তবে সেই মুহূর্তে একটি ফাইবারের কুমিরের সঙ্গে হনুমানের লড়াই দেখানো হত। তবে মাঝের দৃশ্যগুলিতে আসল কুমির ভেসে বেড়াচ্ছেএটাও দেখানো হয়েছিল। যা মূলত পরে জুড়ে দেওয়া হত।
7/10
জীবনকালে দারা সিং একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ কুস্তিগীর।
8/10
পাশাপাশি সিরিয়ালে তো বটেই তবে বলিউডের চরিত্র অভিনেতা হিসেবেও তাঁকে ভোলার নয়।
9/10
১৯৭১ সালে আনন্দ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। ছোট্ট চরিত্র হলেও হৃদয় জিতেছিলেন তিনি।
10/10
জীবনকালে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে কাল হো না হো, জব উই মেট ছবিতেও তার অভিনয় ভোলার নয়।
Published at : 01 Sep 2023 11:24 PM (IST)