Dara Singh: রামায়ণে হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়, আনন্দ-সহ একাধিক ছবিতে মন ছুঁয়েছিলেন দারা সিং
১৯২৮ সাল। স্বাধীনতার বেশ অনেকটা আগে জন্মেছিলেন দারা সিং।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরামানন্দ সাগরের 'রামায়ণ'-এ হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় ভোলার নয়।
অভিনয় করে মানুষের হৃদয়ে এমন ছাপ রেখেছিলেন যে, দর্শকরা তাঁকে ভগবান বলে মনে করা শুরু করেন।
সম্প্রতি সহ অভিনেতা লক্ষ্মণ অর্থাৎ সুনীল লাহিড়ী তাঁকে নিয়ে ওই সিরিয়ালের কিছু মুহূর্ত শেয়ার করেছেন।
সুনীল জানিয়েছেন, হনুমান যখন স্নানের জন্য জলে নামতেন, তখন তাঁর সঙ্গে কুমিরের লড়াই হত।
তবে সেই মুহূর্তে একটি ফাইবারের কুমিরের সঙ্গে হনুমানের লড়াই দেখানো হত। তবে মাঝের দৃশ্যগুলিতে আসল কুমির ভেসে বেড়াচ্ছেএটাও দেখানো হয়েছিল। যা মূলত পরে জুড়ে দেওয়া হত।
জীবনকালে দারা সিং একাধিক বিষয়ে দক্ষতা অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন অসাধারণ কুস্তিগীর।
পাশাপাশি সিরিয়ালে তো বটেই তবে বলিউডের চরিত্র অভিনেতা হিসেবেও তাঁকে ভোলার নয়।
১৯৭১ সালে আনন্দ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। ছোট্ট চরিত্র হলেও হৃদয় জিতেছিলেন তিনি।
জীবনকালে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে কাল হো না হো, জব উই মেট ছবিতেও তার অভিনয় ভোলার নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -