Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'The Faith Project': দেশজুড়ে ১২ আঞ্চলিক ভাষায় তৈরি হচ্ছে 'দ্য ফেথ প্রজেক্ট', উদ্যোগে কন্নড় শিল্পী টি ভি রামপ্রসাদ
ভক্তি-বিশ্বাস নিয়ে আমাদের চিরন্তন ছকেবাঁধা ভাবধারায় নতুন আলো ফেললেন কন্নড় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম টি ভি রামপ্রসাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোনও ধর্মীয় ভাবাবেগ নয়, নব চেতনার আঙ্গিকে এক আধ্যাত্মিক আলোয় বিশ্বাসকে তুলে ধরতে চলেছেন তিনি 'দ্য ফেথ প্রজেক্ট'- মিউজিক অ্যালবামের মাধ্যমে।
গোটা ভারত জুড়ে ১২টি আঞ্চলিক ভাষায় ভক্তিমূলক গান নিয়ে তৈরি হচ্ছে 'দ্য ফেথ প্রজেক্ট', শুরু বাংলার শ্যামা সঙ্গীত দিয়ে।
কন্নড় ক্ল্যাসিকাল ঘরানার এক বিশিষ্ট নাম টি ভি রামপ্রসাদ। প্রায় দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি সঙ্গীত সাধনায় মগ্ন।
রামপ্রসাদের কথায়, 'আমাদের বিশ্বাসের ধারণাটাই আসলে ভুল। গোড়াতেই গলদ। ভক্তি মানেই আমরা বুঝি ধর্মীয় ভাবাবেগ। তা একেবারেই নয়।'
'বিশ্বাস আসলে নিজেকে খোঁজা। একটা সফর। এই বিশ্বাসই মানুষকে শক্তি জোগায়। আশা দেখায়। সাহসী হতে শেখায়। এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই।'
'দ্য ফেথ প্রজেক্ট'-এর প্রথম গান বাংলার শ্যামা সঙ্গীত। স্পষ্ট বাংলায় এবং ভক্তির সহিত টি ভি রামপ্রসাদ 'তোমারি সকলি ইচ্ছে' শ্যামা সঙ্গীতটি গেয়েছেন।
এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। মুর্শিদাবাদের নানা জায়গায় এই মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়েছে।
শ্যমাসঙ্গীত হলেও ভিডিওটিতে কোথাও মা কালীর কোনও অনুষঙ্গ নেই, এখানেই 'দ্য ফেথ প্রজেক্ট'-এর নব আন্দোলনের সূচনা।
বাংলার শ্যমাসঙ্গীত ছাড়াও মরাঠি, গুজরাতি, মালয়লম, পাঞ্জাবি, হিন্দি, কন্নড়, সিকিমিজ, তেলুগু, এইরকম ভারতের ১২টি আঞ্চলিক ভাষায় 'দ্য ফেথ প্রজেক্ট' মিউজিক অ্যালবামটি তৈরি হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -