Train Cancelled: রেললাইন আটকে বিক্ষোভ কুড়মি সংগঠনের, ২৪ ঘণ্টা পেরোলেও চলছে অবরোধ

West Bengal News: একাধিক দাবিতে ট্রেন আটকে আন্দোলনে কুড়মি সম্প্রদায়ের নাগরিকরা।

নিজস্ব চিত্র

1/8
মঙ্গলবার রেল অবরোধ, বুধবার রেল লাইনে বিক্ষোভ। রেললাইনে বসে রয়েছেন দর্শকরা। প্ল্যাটফর্মেই তৈরি হয়েছে স্টেজ। আর তার জেরে আটকে রয়েছে ট্রেন। তীব্র ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা। এমনই ছবি পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে। তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি, মাতৃভাষাকে সাংবিধানিক স্বীকৃতি-সহ একাধিক দাবিতে এভাবেই আন্দোলন করছেন কুড়মি সম্প্রদায়ের বাসিন্দারা। ছবি: পিটিআই
2/8
শুধু পুরুলিয়াই নয়, এভাবে রেললাইন অবরুদ্ধ করে রাখা হয়েছে, খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনেও। রেললাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা। ছবি: পিটিআই
3/8
পশ্চিমাঞ্চলের দুই জেলা পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলছে, কুড়মি সম্প্রদায়ের আন্দোলন। যার জেরে প্রবল ভোগান্তির মুখে পড়তে হচ্ছে ট্রেনযাত্রীদের। ছবি: পিটিআই
4/8
টানা বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে খড়গপুর ডিভিশনের খেমাশুলি ও পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশন। ২৪ ঘণ্টা পরও, আন্দোলনে অনড় কুড়মি সম্প্রদায়ের মানুষরা। ট্রেন অবরোধের আঁচ গিয়ে পড়েছে রাস্তাতেও। ছবি: পিটিআই
5/8
মঙ্গলবারের মতো, বুধবারও পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ দেখানো হয়, ৬ নম্বর জাতীয় সড়কেও। যার জেরে, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে আটকে পড়ে একের পর এক পণ্যবাহী লরি। ছবি: পিটিআই
6/8
একাধিক দাবিতে, মঙ্গলবার ভোর ৬টা থেকে, বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দেয় কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। একদিন পর বুধবারও চলছে সেই আন্দোলন। ছবি: পিটিআই
7/8
কুড়মি আন্দোলনে চরম ভোগান্তি, আটকে ট্রেন থেকে পণ্যবাহী ট্রাক। একই ছবি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও। ছবি: পিটিআই
8/8
ঝাড়খণ্ডের রাঁচি রেল স্টেশনে আটকে রয়েছে বহু ট্রেন। একই ছবি আরও একাধিক জায়গায়। পশ্চিমবঙ্গে অবরোধের জেরে সবথেকে বেশি প্রভাব পড়েছে খড়গপুর শাখায়। বাতিল হয়েছে ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। বাতিল হয়েছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। বাতিল হয়েছে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসও। ছবি: পিটিআই
Sponsored Links by Taboola