Ekla Ghar first look: প্রকাশ্য়ে সৌম্য়জিত আদকের ছবি 'একলা ঘর'-এর ফার্স্ট লুক
রোশনি শর্মা
Updated at:
14 Jan 2022 07:15 PM (IST)

1
'অল্প হলে সত্য়ি'র পর আবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক সৌম্য়জিত আদক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
ছবির নাম 'একলা ঘর'।

3
সম্প্রতি প্রকাশ্য়ে এল এই ছবির ফার্স্ট লুক।
4
'একলা ঘর' ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন ঋষব বসু,ঐশ্বর্য সেন ও নিকিতা ধামিজা।
5
এছাড়াও দেখতে পাওয়া যাবে হিয়া রায়,সমর দাস সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেদের।
6
এই ছবির শুটিং হয়েছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়।
7
ইতিমধ্য়েই শেষ হয়েছে 'একলা ঘর' ছবির শুটিং।
8
চলতি বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে পরিচালক সৌম্য়জিত আদকের এই ছবি।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -