Sushant Singh Rajput: পড়েছিল সুশান্তের নিথর দেহ, আতঙ্কে ধারেকাছেই ঘেঁষছেন না কেউ, আড়াই বছর ধরে হয়রান সেই ফ্ল্যাটের মালিক
২০২০-র জুন মাসের দুপুর। ছুটির দিনে কাজ গুছিয়ে বিশ্রামের তোড়জোড় করছিলেন সকলে। আচমকাই কানে এসে বাজে দুঃসংবাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার পর আড়াই বছর কেটে গেলেও, এখনও অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। মাঝে মধ্যেই ঘুরেফিরে উঠে আসে তাঁর উল্লেখ।
আরও একবার খবরে উঠে এল সুশান্তের নাম। শুধু তাঁর নামই নয়, ফিরে এল তাঁর মৃত্যুর দুঃসহ স্মৃতিও বিজড়িত মায়ানগরীর সেই বাড়িও, যেখান থেকে বেরিয়েছিল তাঁর নিথর দেহ।
মুম্বইয়ে সমুদ্রঘেঁষা একটি ডুপ্লে ভাড়া নিয়ে থাকতেন সুশান্ত। তার জন্য় মাসে ভাড়া গুনতেন ৪.৫ লক্ষ টাকা। তারা দেখার টেলিস্কোপ থেকে লাইব্রেরি, নিজের পছন্দে সাজিয়েছিলেন চারিদিক। বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে সেখানে লিভ ইনও করতেন।
জীবনের শেষ দিনগুলিতে একাই থাকছিলেন সুশান্ত। তার মধ্যেই একদিন তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শোওয়ার ঘর থেকে। বিছানায় আলগোছে পড়ে থাকা তাঁর নিথর দেহ দেখে শিউড়ে উঠেছিলেন অনেকেই।
তার পর আড়াই বছর কেটে গিয়েছে। উত্তেজনা, টানাপোড়েন শেষে নেমে এসেছে নিঃস্তব্ধতা। কিন্তু আবারও সুশান্তকে নিয়ে ফিরে এল আবেগ। কারণ যে ফ্ল্যাটে সুশান্তের মৃতদেহ মেলে, সেটি এখন খাঁ খাঁ করছে। এই আড়াই বছরে ওই ফ্ল্যাটে থাকার সাহস দেখাননি কেউ। না ভাড়া, না বিক্রি, কোনও ভাবেই ফ্ল্যাটটিকে ব্যবহার করতে পারছেন না ,আসল মালিক।
সম্প্রতি এক রিয়েল এস্টেট এজেন্ট সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাটটির বিজ্ঞপ্তি দেন। মাসে ৫ লক্ষ টাকা ভাড়া লাগবে বলে জানান। ফ্ল্যাটের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। তাতেই সামনে এসেছে বিষয়টি।
ওই রিয়েল এস্টেট এজেন্ট জানিয়েছেন, ওই ফ্ল্যাটে ঢুকতেই ভয় পাচ্ছেন মানুষ-জন। তাই আড়াই বছর ধরে চেষ্টা করেও ভাড়াটে মেলেনি। সুশান্ত ওই ফ্ল্যাটে থাকতেন জেনে ফোনেই না বলে দিচ্ছেন।
সমুদ্রের ধারে, বিলাসবহুল ওই ফ্ল্যাটের ভাড়া যদিও কমাতে নারাজ মালিক। কিন্তু যাঁরা ভাড়া নিতে আসছেন, তাঁদের যুক্তি, মোটা টাকা যদি খরচই করতে হয়, এমন ফ্ল্যাটে করবেন, যাকে ঘিরে কোনও বিতর্ক নেই। ফ্ল্যাট কিনতে যদিও বা রাজি হচ্ছেন কেউ, বাড়ির লোকজন, আত্মীয়-স্বজন শেষ মুহূর্তে মত পাল্টাতে বাধ্য করছেন তাঁদের।
ফ্ল্যাটের মালিক আর কোনও তারকাকে ফ্ল্যাট ভাড়া দিতে আগ্রহী নন বলেও জানিয়েছেন ওই রিয়েল এস্টেট এজেন্ট। বরং কর্পোরেট দুনিয়ার কারও হাতেই ফ্ল্যাট তুলে দিতে চান তিনি। পুলিশি তদন্তে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্ত চলছে এখনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -