Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
'Projapati' Music Launch: 'প্রজাপতি'র গ্র্যান্ড মিউজিক লঞ্চে তারকা সমাগম, ২৩ ডিসেম্বর ছবি মুক্তি
বড়দিনে বড়পর্দায় আসছে 'প্রজাপতি'। মিঠুন চক্রবর্তী ও দেবকে এবার বাবা ও ছেলের চরিত্রে দেখা যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিজিৎ সেন পরিচালিত, অতনু রায়চৌধুরী নিবেদিত ও বেঙ্গল টকিস, প্রণব কুমার গুহ, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস্ প্রযোজিত এই ছবির 'গ্র্যান্ড মিউজিক লঞ্চ' হল আজ।
অনুষ্ঠানে নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য ও প্রসেন উপস্থিত থেকে নিজেদের গান আনেন সকলের সামনে।
ছবির প্রথম গান 'তুমি আমার হিরো' ইতিমধ্যেই মানুষের মনে স্থান করে নিয়েছে। সেই গানে বাবা ও ছেলের দুষ্টু-মিষ্টি সম্পর্ক ফুটে উঠেছে।
এছাড়া সুরজিৎ চট্টোপাধ্যায়ের লেখা ও তৈরি 'ব্যোম ভোলে'ও বেশ জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে।
ছবির টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য, অঙ্কিতা ভট্টাচার্য ও স্নিগ্ধজিৎ ভৌমিক। গানটি লিখেছেন প্রসেন।
প্রযোজকদের কথায়, 'এই ছবির গানের আসল সৌন্দর্য হল সকল সংস্কৃতি ও প্রজন্মের মানুষকে এক করে। ‘প্রজাপতি’-এর প্রতিটি গানই গল্পের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক গান আলাদা বার্তা বহন করে যা দর্শককে ভাবাবে।'
অভিজিৎ সেন বলেন, 'প্রজাপতির গান সিনেমার প্রাণ এবং গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। গানগুলো দর্শকের মনে ছাপ রেখে যাবেই। সুরকার, গীতিকার এবং গায়ক সবাই একসঙ্গে দুর্দান্ত কাজ করেছেন। যাঁরা গানগুলো শুনছেন তাঁদের কাজের প্রশংসা করতে দেখে খুব ভাল লাগছে।'
শহরের মলে ছবির মিউজিক লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। পর্দার তারকাদের চোখের সামনে দেখতে অনুরাগীদের ঢল ছিল চোখে পড়ার মতো।
২৩ ডিসেম্বর, বড়দিনের আবহে, রুপোলি পর্দায় মুক্তি পাবে 'প্রজাপতি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -