Heart Attack : খেলা দেখতে গিয়ে তীব্র উত্তেজনা ? কত বড় ক্ষতি হতে পারে জানেন ?
বিশেষত গত এক মাস ধরে টানা পরপর গভীর রাতে ম্যাচ দেখেছেন দর্শক। রবিবারও দেখবেন। তবে উত্তেজনা সামলে রাখতে হবে । পরামর্শ দিচ্ছেন চিকিৎসক পি এস কর্মকার।
Heart Attack : খেলা দেখতে গিয়ে তীব্র উত্তেজনা ? কত বড় ক্ষতি হতে পারে জানেন ?
1/10
ফুটবল জ্বরে কাঁপছেন সকলে। রবিবার ফিফি ফুটবল বিশ্বকাপের সব উত্তেজনার অবসান।
2/10
ফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা। ভারতীয় দর্শক শিবির দ্বিধা বিভক্ত। উত্তেজনা অনেকটা নিজের দেশের ম্যাচ দেখার মতোই।
3/10
বিশেষত গত এক মাস ধরে টানা পরপর গভীর রাতে ম্যাচ দেখেছেন দর্শক। রবিবারও দেখবেন। তবে উত্তেজনা সামলে রাখতে হবে । পরামর্শ দিচ্ছেন চিকিৎসক পি এস কর্মকার (consultant, techno India Dama Hospital)
4/10
খেলা দেখার সময় বেশি উত্তেজনায় অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। শরীরের খেয়াল রাখতে হবে।
5/10
দেখা যায়, উত্তেজনার সময় অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় বেশি। যত উত্তেজনা, যত ক্ষরণ।
6/10
আর এর ফলে প্রেসার পড়ে হার্টের উপর। বেড়ে যায় হার্ট রেট।
7/10
হার্ট রেট বাড়লে হৃদয়ে অক্সিজেনের চাহিদা বাড়ে। বয়সকালে অনেকেরই রক্তবাহিকা গুলি সরু হয়ে যায়।
8/10
তাই হার্টে অক্সিজেনের চাহিদা ও জোগানের একটা তারতম্য হয়ে যায়। এর ফলেই ঘটে বিপত্তি।
9/10
যে কোনও উত্তেজনার খেলাতেই এই সমস্যা হতে পারে। এই বিপদ সামান্য বুকে ব্য থা থেকে হার্ট অ্যাটাকও হতে পারে।
10/10
রাত জেগে ম্যাচ দেখলে বিপদ আরও বাড়তে পারে। তাই আপনি যদি প্রেসারের ওষুধ খান , তাহলে তা খেতে ভুলবেন না।
Published at : 17 Dec 2022 04:06 PM (IST)