Heart Attack : খেলা দেখতে গিয়ে তীব্র উত্তেজনা ? কত বড় ক্ষতি হতে পারে জানেন ?
ফুটবল জ্বরে কাঁপছেন সকলে। রবিবার ফিফি ফুটবল বিশ্বকাপের সব উত্তেজনার অবসান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা। ভারতীয় দর্শক শিবির দ্বিধা বিভক্ত। উত্তেজনা অনেকটা নিজের দেশের ম্যাচ দেখার মতোই।
বিশেষত গত এক মাস ধরে টানা পরপর গভীর রাতে ম্যাচ দেখেছেন দর্শক। রবিবারও দেখবেন। তবে উত্তেজনা সামলে রাখতে হবে । পরামর্শ দিচ্ছেন চিকিৎসক পি এস কর্মকার (consultant, techno India Dama Hospital)
খেলা দেখার সময় বেশি উত্তেজনায় অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। শরীরের খেয়াল রাখতে হবে।
দেখা যায়, উত্তেজনার সময় অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয় বেশি। যত উত্তেজনা, যত ক্ষরণ।
আর এর ফলে প্রেসার পড়ে হার্টের উপর। বেড়ে যায় হার্ট রেট।
হার্ট রেট বাড়লে হৃদয়ে অক্সিজেনের চাহিদা বাড়ে। বয়সকালে অনেকেরই রক্তবাহিকা গুলি সরু হয়ে যায়।
তাই হার্টে অক্সিজেনের চাহিদা ও জোগানের একটা তারতম্য হয়ে যায়। এর ফলেই ঘটে বিপত্তি।
যে কোনও উত্তেজনার খেলাতেই এই সমস্যা হতে পারে। এই বিপদ সামান্য বুকে ব্য থা থেকে হার্ট অ্যাটাকও হতে পারে।
রাত জেগে ম্যাচ দেখলে বিপদ আরও বাড়তে পারে। তাই আপনি যদি প্রেসারের ওষুধ খান , তাহলে তা খেতে ভুলবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -