'Abar Bibaho Obhijaan' New Song: প্রকাশ্যে এল আগামী ছবি 'আবার বিবাহ অভিযান'-এর নতুন গান 'মন বাজারে'
মুক্তির অপেক্ষায় 'আবার বিবাহ অভিযান'। ছবির ট্রেলারের পর প্রকাশ্যে এল দ্বিতীয় গান 'মন বাজারে'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনকাশ আজিজের গাওয়া, এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানের কথা লিখেছেন প্রসেন।
এই গানের মাধ্যমে মূলত তাইল্যান্ডের ঝকঝকে চকচকে পার্টি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
পার্টি মুডে হাসির ছলে এই গানের শেষে তিন অভিনেতাকে ডান্স ফ্লোরে পড়ে থাকতে দেখা যায়। কী কারণ?
গত ২২ এপ্রিল মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত 'আবার বিবাহ অভিযান' ছবির ট্রেলার।
টিজারের মতোই ট্রেলারের প্রত্যেক ঝলকে এটা পরিষ্কার যে ফের একবার হাসির ভেলায় ভাসতে চলেছেন দর্শক। নির্মাতাদের দাবি 'বিবাহ অভিযান' ছবির দ্বিগুণ মজা থাকবে এই ছবিতে।
ফের একবার একসঙ্গে মজার 'অ্যাডভেঞ্চার'-এ সামিল হতে চলেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য।
তাঁদের কীর্তিকলাপের পর্দাফাঁস করতে হাজির হবেন তিন স্ত্রী, নুসরত ফারিয়া, সোহিনী সরকার ও প্রিয়ঙ্কা সরকার।
এবারের টিমে বিশেষ সংযোজন সৌরভ দাস। ট্রেলারে তাঁর বিশেষ লুকও আসে প্রকাশ্যে।
সৌমিক হালদার পরিচালিত 'আবার বিবাহ অভিযান' মূলত তাইল্যান্ডের প্রেক্ষাপটে তৈরি। স্ত্রীয়েদের কবল থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তাইল্যান্ড পাড়ি দেবেন তিন পুরুষ। তারপরই গল্পে মজার মোড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -