IAF Chopper Crash:ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

Rajasthan: ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ভেঙে পড়ায় তিন নাগরিকের মৃত্যু হল রাজস্থানের দাবলি এলাকায়। মৃতদের মধ্যে ২ জন মহিলা। এছাড়াও এক জন জখম হয়েছেন বলে খবর।

ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

1/8
ভারতীয় বায়ুসেনার মিগ-২১ ভেঙে পড়ায় তিন নাগরিকের মৃত্যু হল রাজস্থানের দাবলি এলাকায়।
2/8
মৃতদের মধ্যে ২ জন মহিলা। এছাড়াও এক জন জখম হয়েছেন বলে খবর।
3/8
তবে বিমানচালক কোনওক্রমে প্রাণ বাঁচান। সেনাবাহিনীর হেলিকপ্টার ইতিমধ্যেই উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।
4/8
বায়ুসেনা সূত্র অনুযায়ী, সুরাতগড় থেকে রওনা দিয়েছিল মিগ-২১ বিমানটি। এদিনের বিপর্যয়ের পর একটি বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ুসেনা।
5/8
ট্যুইটারে বায়ুসেনার তরফে লেখা হয়, 'আজ সকালে নির্ধারিত মহড়ার জন্য বেরিয়ে সুরাতগড়ের কাছেই ভেঙে পড়ে বিমানটি।'
6/8
গত সপ্তাহেও জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ভারতীয় সেনা চপার ভেঙে পড়েছিল।
7/8
জানুয়ারি মাসে, রাজস্থানেই বায়ুসেনার দু'টি যুদ্ধবিমান ভেঙে পড়ে এক পাইলটের মৃত্যু হয়।
8/8
বস্তুত, ভারতীয় বায়ুসেনার বিমান দুর্ঘটনার ইতিহাসে মিগ-২১ বিপর্যয় চেনা ঘটনা। এদিন সেই দুঃসহ স্মৃতিই ফিরল আবার।
Sponsored Links by Taboola