Salman Khan: 'পরিকল্পনা তো ছিল...', বিয়ে-সন্তান নিয়ে মুখ খুললেন সলমন খান

Salman Khan Update: এই অনুষ্ঠানে সলমন খান জানান তিনি সন্তান দত্তক নিয়ে তাঁকে একাই বড় করতে চেয়েছিলেন। তিনি বলেন, এখন কী বলব, পরিকল্পনা তো তাই ছিল। পরিকল্পনা ছিল। স্ত্রীয়ের ছিল না, বাচ্চার ছিল।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
বয়স ৫৭ হলেও তিনি চিরকুমার। এখনও তাঁকে পর্দায় দেখলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন আট থেকে আশি। তিনি সলমন খান। তিনি বিয়ে কবে করবেন এই প্রশ্ন চিরন্তন।
2/10
সম্প্রতি 'আপ কি আদালত' নামক অনুষ্ঠানে এসেও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এবার তিনি জবাবও দিলেন। কী বললেন সলমন?
3/10
তাঁকে অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয় নিজের সম্পর্ক নিয়ে আত্মজীবনী লেখার কোনও পরিকল্পনা আছে কি না। তিনি সেখানে জানান, তাঁর নিজের কিছু খামতির জন্যই বোধ হয় 'প্রেম ভাগ্য খারাপ' তাঁর।
4/10
সলমন খান বলেন, 'এই সমস্ত প্রেমকাহিনি আমার সঙ্গেই কবরেও যাবে'।
5/10
অনুষ্ঠানে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে বিয়ের কোনও পরিকল্পনা আছে কি না, তিনি বলেন, 'যখন এমন কেউ আসবে, তখন হয়ে যাবে স্যার। আসলে সকলেই খুব ভাল, আমার মধ্যেই খামতি রয়েছে।'
6/10
'যখন প্রথম জন ছেড়ে যায়, সেটা তাঁর দোষ হতে পারে, যখন দ্বিতীয় জন, এবং তারপর তৃতীয় জন ছেড়ে যায়, তখনও তাঁদের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু যখন চতুর্থ জন ছেড়ে যান, তখন সন্দেহ ঢুকে পড়ে যে তাহলে খামতি কিছু আমার মধ্যেই আছে।'
7/10
'পঞ্চম ক্ষেত্রে, হয়তো অনুপাত ৬০-৪০ হতে পারত। কিন্তু এই ঘটনা যখন বারবার হতে শুরু করল, তখন নিশ্চিত হলাম যে দোষ আমারই। ওঁদের কারও কোনও দোষ ছিল না। এটা একমাত্র আমারই দোষ।'
8/10
'হয়তো তাঁদের মনে এক ধরনের ভয় ছিল যে আমি তাঁদের জীবনে সুখ দিতে পারব না। আমি নিশ্চিত যে তাঁরা যে যেখানেই থাকুন না কেন সবাই সুখী আছেন।'
9/10
সঞ্চালক তাঁকে জানান যে সকলেই সলমন খান কবে বিয়ে করছেন সেই ব্যাপারে জানতে খুবই উৎসাহী। অভিনেতা এই শুনে বলেন, 'যখন ওপরওয়ালা চাইবেন। বিয়ের জন্য দুই ব্যক্তির প্রয়োজন পড়ে। প্রথম ক্ষেত্রে, বিয়েটা হয়নি। আমি যখন হ্যাঁ বলেছিলাম, অপরজন না করে দেন। আবার যখন কেউ হ্যাঁ বলেন, আমি না করেছি। এবার দুপক্ষ থেকেই না আসে। যখন দুপক্ষই হ্যাঁ বলবে, তখনই বিয়ে হবে। এখনও সময় আছে। আমার ৫৭ বছর বয়স। আমি এবারেরটাই প্রথম ও শেষ চাই। মানে স্ত্রী একজনকেই হতে হবে।'
10/10
এই অনুষ্ঠানে সলমন খান জানান তিনি সন্তান দত্তক নিয়ে তাঁকে একাই বড় করতে চেয়েছিলেন। তিনি বলেন, 'এখন কী বলব, পরিকল্পনা তো তাই ছিল। পরিকল্পনা ছিল। স্ত্রীয়ের ছিল না, বাচ্চার ছিল।'
Sponsored Links by Taboola