Bollywood Updates: ঢাক না পিটিয়েও করা যায় অনেক কিছু, বলিউডের এই তারকারা অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ

Celebrity Organ Donors: অঙ্গদান মহৎ কাজ। পিছপা হননি তারকারাও। -ফাইল চিত্র

—ফাইল চিত্র।

1/14
ভয়, ছুঁৎমার্গ কাটিয়ে অঙ্গদানে এগিয়ে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। অঙ্গদান নিয়ে সচেতনতাও বেড়েছে বর্তমানে।
2/14
এব্যাপারে পিছিয়ে নেই বলিউডের তারকারাও। যখন অঙ্গদানের কথাই কেউ শোনেননি, সেই সময়ই অঙ্গদানে রাজি হয়েছিলেন কেউ। দেরিতে হলেও অনেকেই অঙ্গদান অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
3/14
এমনিতে ‘ব্যাড বয়’ হিসেবে কুখ্যাতি থাকলেও, সেবামূলক কাজে বরাবরই বাকিদের চেয়ে এগিয়ে থাকেন সলমন খান। বহু বছর আগেই অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হন বলিউডের ‘ভাইজান’। নিজের অস্থিমজ্জা দানে প্রতিশ্রুতিবদ্ধ সলমন। অঙ্গদানের ক্ষেত্রে অস্থিমজ্জা দান অত্যন্ত বিরল। ২০১০ সালে এক ছোট্ট অনুরাগীকে অস্থিমজ্জা দানও করেন সলমন। সলমনই প্রথম ভারতীয় যিনি অস্থিমজ্জা দান করেন।
4/14
নিজের সেবামূলক কাজ নিয়ে কখনও প্রচার করেন না সুনীল শেট্টি। বরং সকলের অগোচরেই কাজ করেন। মরণোত্তর চক্ষুদানে প্রতিশ্রুতিবদ্ধ অভিনেতা।
5/14
২০১৪ সালে অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হন আমির খান। মরণোত্তর নিজের ফুসফুস, যকৃৎ, চোখ, কিডনি এবং হৃদযন্ত্র দান করবেন আমির।
6/14
মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ অমিতাভ বচ্চন। তাঁর স্ত্রী জয়া বচ্চনও চক্ষুদানে প্রতিশ্রুতিবদ্ধ।
7/14
পরিচালক তথা কোরিওগ্রাফার ফারহা খানও অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ। মরণোত্তর চক্ষুদানে সম্মত হয়েছেন ফারহা। অন্যান্য অঙ্গও তিনি দান করবেন। অঙ্গদানের ব্যাপারে অন্যদের উৎসাহিতও করেন ফারহা।
8/14
পরিচালক অয়ন মুখোপাধ্যায় ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালেই রাখেন সাধারণত। তবে অঙ্গদানের ব্যাপারে কোনও রাখঢাক নেই তাঁর। কোনও অঙ্গ দান করবেন, তা না জানালেও, অয়নও মরণোত্তর অঙ্গদান করবেন।
9/14
অভিনেত্রী রানি মুখোপাধ্যায় মরণোত্তর চক্ষুদানে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর চোখ পেয়ে যদি অন্য কেউ দুনিয়া দেখার সুযোগ পায়, তার চেয়ে ভাল অনুভূতি নেই বলে জানান অভিনেত্রী।
10/14
অভিনেতা আর মাধবন মরণোত্তর চক্ষুদান করবেন। পাশাপাশি, যকৃৎ, কিডনি, কার্টিলেজ, হাড়, ফুসফুস, অগ্ন্যাশয় এবং হৃদযন্ত্রও দান করবেন তিনি।
11/14
অভিনেত্রী সোনাক্ষী সিনহা চক্ষুদানে প্রতিশ্রুতিবদ্ধ। হরিয়ানার একটি সংস্থার কাছে অঙ্গীকারবদ্ধ তিনি।
12/14
বলিউড থেকে হলিউডে গিয়েও সাড়া ফেলেছেন। প্রিয়ঙ্কা চোপড়া মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ।
13/14
অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ। আই ব্য়াঙ্ক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াকে মরণোত্তর চক্ষুদান করবেন নায়িকা।
14/14
ওয়র্ল্ড কিডনি দিবসে অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হন আলিয়া ভট্ট। আলিয়ার স্বামী রণবীর কপূরও মরণোত্তর অঙ্গদান করবেন।
Sponsored Links by Taboola