Celebrities' Income: অন্নপ্রাশন, পৈতে বা বিয়ে...না নেই তারকাদের, মুখ দেখিয়েই আয় কোটিতে
Bollywood Updates: শুধুমাত্র ছবিতে অভিনয় বা বিজ্ঞাপনের কাজ নয়, প্রাইভেট অনুষ্ঠান থেকেও মোটা টাকায় আয় করেন তাবড় তারকারা।
তারকাদের রোজগার।
1/10
টিকিট কেটে বড়পর্দায় একঝলক, অথবা ড্রয়িংরুমে বোকাবাক্সেই সচরাচর দেখা মেলে তাঁদের। তবে বাড়ির বৈঠকখানয় সশরীরেই হাজির হতে পারেন তাঁরা। আপনার বিশেষ দিনগুলিকে আরও স্মরণীয় করে তুলতে পারেন মায়ানগরীর তাবড় তারকা। তবে তার জন্য থাকতে হবে পকেটের রেস্ত।
2/10
সিনেমায় অভিনয় থেকে বিজ্ঞাপনের কাজ যেমন করেন, তেমনই বিত্তশালীদের ব্যক্তিগত এবং পারিবারিক অনুষ্ঠানেও যেতে আপত্তি নেই তারকাদের। তবে তার জন্যও মোটা টাকা পারিশ্রমিক নেন তাঁরা, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।
3/10
একসময় বলিউডের এক নম্বর নায়িকা ছিলেন। বিয়ে করে সংসারী হয়েছেন সবে। তবে এখনও চুটিয়ে কাজ করে যাচ্ছেন। বিয়েবাড়ি, জন্মদিনের পার্টিতে নিজের বিখ্যাত গানে পারফর্ম করেন ক্যাটরিনা কাইফ। কয়েক ঘণ্টার জন্য কোনও অনুষ্ঠানে অংশ নিতে ৩.৫ কোটি টাকা নেন তিনি।
4/10
ইদানীং ব্যাকসিটে দেখা গেলেও, দীর্ঘ কয়েক দশক ধরেই মানুষের মনে রাজত্ব করছেন শাহরুখ খান। তবে আকাশছোঁয়া ‘মন্নত’ ছেড়ে মানুষের সঙ্গে ভিড়েও মিশে যেতে পারেন অনায়াসে। প্রাইভেট অনুষ্ঠানে পারফর্ম করতে নেন ৩ কোটি টাকা।
5/10
টাকা-পয়সার গুরুত্ব বুঝে যান কেরিয়ারের শুরুতেই। তাই বছরভর যেমন একের পর এক ছবিত দেখা যায়, তেমনই প্রাইভেট অনুষ্ঠানেও না নেই অক্ষয় কুমারের। তাঁর পারিশ্রমিক ২.৫ কোটি টাকা।
6/10
নাচের দিক থেকে তাঁর জুড়ি মেলা ভার। অভিনয়েও কম যান না। আগের মতো তাঁকে নিয়ে সেই উন্মাদনা না থাকলেও, রমণী মহলে আজও জনপ্রিয় হৃতিক রোশন। প্রাইভেট অনুষ্ঠানের জন্য ২.৫ কোটি টাকা নেন।
7/10
তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। জনপ্রিয়তায় আজও একই জায়গায়। অভিনয় নিয়ে লোকে খুঁত ধরলেও, ক্যারিশ্মা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। প্রাইভেট অনুষ্ঠানবাবদ সলমনের পারিশ্রমিক ২ কোটি টাকা।
8/10
ছবি করেন বেছে বেছে। ব্যক্তিগত জীবন নিয়ে একসময় খবরের শিরোনামে থাকতেন। তবে এখন গতি শ্লথ হয়েছে রণবীর কপূরের। প্রাইভেট অনুষ্ঠানের জন্য ২ কোটি টাকা নেন।
9/10
যা-ই করেন, যেখানেই যান, মন জিতে নেন সকলের। রণবীর সিংহ আজকের দিনে বলিউডের অন্যতম ভরসাযোগ্য নাম। প্রাইভেট অনুষ্ঠানে পারফর্ম করতে ১ কোটি টাকা নেন তিনি।
10/10
খাতায়-কলমে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। যত সময় এগিয়েছে, ততই ঘষেমেজে নিয়েছেন নিজেকে। ইদানীং ছবি করেন বেছে বেছে। প্রাইভেট অনুষ্ঠানের জন্য ১ কোটি টাকা নেন দীপিকা পাড়ুকোন।
Published at : 27 Nov 2022 02:29 AM (IST)