Organ Donation: অঙ্গদান মহৎ কাজ, পথ দেখাচ্ছেন বলিউডের এই তারকারা...
সাধারণ মানুষের মধ্যে যদিও অঙ্গদান নিয়ে তেমন সচেতনতা তৈরি হয়নি। কিন্তু বিশিষ্টজনেরা এ ব্যাপারে পিছিয়ে নেই। রাজীনতিক, শিক্ষাবিদরাই নন শুধু, বলিউডের তাবড় তারকাও অঙ্গদানের অঙ্গীকার করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৪০ কোটির দেশ ভারতে অঙ্গদানে সার্বিক যোগদান চোখে পড়ে না। এ নিয়ে ছুঁৎমার্গ কাজ করে অনেকের মনেই। তবে এ ব্যাপারে পথ দেখাচ্ছেন বলিউড তারকারা।
বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন বরাবরই পথপ্রদর্শক। মৃত্যুর পর চক্ষুদানের অঙ্গীকার করেছেন তিনি।
স্বামীর মতো অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ জয়া বচ্চনও। তিনিও চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যের চিকিৎসায়, শিশুদের শিক্ষায় দানধ্যান করার পাশাপাশি, বলিউডে নতুনদের সুযোগ দেওয়াতেও সবসময় এগিয়ে সলমন খান। তিনি অস্থিমজ্জা দানে অঙ্গীকারবদ্ধ, ভারতে অস্থিমজ্জা দান অত্যন্ত বিরল। অঙ্গদানে প্রথম যে তারকারা এগিয়ে যান, তাঁদের মধ্যে সলমন অন্যতম।
২০১৪ সালে অঙ্গদানের পণ নেন আমির খান। তিনি ফুসফুস, যকৃৎ, চোখ, কিডনি এবং হৃদয্ন্ত্র দানে অঙ্গীকারবদ্ধ।
বয়স অল্প হলেও অভিনয়ে তাবড় সিনিয়রদের টেক্কা দিতে পারেন। আলিয়া ভট্ট অঙ্গদানেও প্রতিশ্রুতিবদ্ধ। কিছু বছর আগে বিশ্ব কিডনি দিবসে অঙ্গদানে অঙ্গীকারবদ্ধ হন তিনি।
তাঁর ব্যক্তিগত জীবন একসময় চর্চার বিষয়বস্তু ছিল। কেরিয়ারে বিস্তর ঝড়ঝাপটাও গিয়েছে। রণবীরও অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিচালক, প্রযোজন, কোরিওগ্রাফার ফারহা খানও অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ। চক্ষুদানের পাশাপাশি, শরীরের অন্য অঙ্গও দান করবেন তিনি। অঙ্গদানে মানুষকে উৎসাহিত করতেও দেখা গিয়েছে তাঁকে।
'ব্ল্যাক' ছবিতে দৃষ্টিহীনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। অন্যের চোখে আলো ফোটাতে চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ রানি মুখোপাধ্যায়।
ঢাক পিটিয়ে সমাজসেবা করেন না তিনি। কিন্তু বিপদের সময়ে আর্তের পাশে দাঁড়িয়ে আগেও নজির গড়েছেন সুনীল শেট্টি। তিনিও চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ।
প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ। আই ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ায় চক্ষুদানের সিদ্ধান্ত নেন তিনি।
প্রিয়ঙ্কা চোপড়া কয়েক বছর আগে অঙ্গদান নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনিও অঙ্গদানের সিদ্ধান্ত নেন।
বাণিজ্যিক ছবিতে দীর্ঘ সময় দাপিয়ে অভিনয় করেছেন। এখন কিছুটা দূরত্ব তৈরি হলেও, অনুপ্রেরণা জোগাতে কখনওই পিছপা হন না সোনাক্ষী সিনহা। হরিয়ানার একটি সংস্থার কাছে চক্ষুদানে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -