Sonu Sood Car: সোনু সুদের একটি গাড়ির দাম ২ কোটি, কিয়ারার গাড়ির দাম ৫৭ লাখ, দেখুন কোন তারকার গ্য়ারাজে কী গাড়ি
সোনু সুদ, অভিনেতা হওয়ার পাশাপাশি লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি খবরের শিরোনামে এসেছিলেন। জানেন কী, তার একটি অডি কিউ 7 গাড়ি রয়েছে, যার দাম প্রায় ৮০ লক্ষ টাকা। পাশাপাশি তাঁর মার্সেডিজ বেঞ্জের দাম প্রায় ৬০ লাখ। এগুলো ছাড়াও তিনি একটি পোর্শে পানামেরার মালিক, যেটির দাম প্রায় ২ কোটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা টাইগার শ্রফ বিএমডাব্লু ৫ সিরিজের মালিক। এই গাড়িটির দাম প্রায় ৫০ লাখ।
অভিনেত্রী কিয়ারা আডবানি মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস E220D-এর মালিক, যার দাম ৫৭ লাখেরও বেশি।
রণবীর কাপুর ২০১৩ সালে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ কিনেছিলেন। তখন এই গাড়ির দাম ছিল ১.৬ কোটি। সূত্রের খবর, রণবীর কাপুরের একটি অডি আর 8 এবং অডি এ 8 এলও রয়েছে।
বলিউডের প্লেয়ার অক্ষয় কুমারও দামি গাড়ির খুব পছন্দ। তাঁর পোর্শে কেইন এবং মার্সিডিজ-বেঞ্জ ভি-ক্লাস রয়েছে। এই দুটি গাড়ি ছাড়াও অক্ষয় রোলস রয়েস ফ্যান্টমেরও মালিক, যার দাম ৯.৫০ কোটি টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -