গ্ল্যামারাস লুকে বলিউড অভিনেত্রীদের থেকে কোনও অংশে পিছিয়ে নেই এই গায়িকারা

অদিতি সিংহ বলিউডে তাঁর সঙ্গীত কেরিয়ার শুরু করেছিলেন অনুরাগ কাশ্যমে দেব ডি সিনেমার মাধ্যমে। তারপর থেকে তিনি হিন্দি সিনেমায় গান করছেন। যদিও কিছু সময়ের জন্য ২০১৯ থেকে কিছুটা ব্রেক নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ইনস্টাগ্রামে বলিউড গায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার যাঁদের রয়েছে, তাঁদের মধ্যে নেহা কক্কড়। রোহনপ্রীত সিংহর সঙ্গে বিয়ের পর তাঁরা মাঝেমধ্যেই তাঁদের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। নিজের ভাই-বোন টোনি ও সোনুর মতোই নেহাও বলিউডের সঙ্গীতমহলের অংশ হয়ে উঠেছেন। গানের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মুগ্ধ অনুরাগীরা।

সলমন খানের সিনেমার জগ ঘুমেয়া গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন নেহা ভাসিন। মাঝেমধ্যেই গ্ল্যামারাস ছবির জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন।
নীতি মোহন স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর ইশকওয়ালা লাভ গানের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।তাঁর দুই বোন শক্তি ও মুক্তির মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার কেন্দ্রে থাকেন। তিনি গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের জাজ-এর ভূমিকাও পালন করেছেন।
শাল্মলী খোলগাডে ইশকজাদে সিনেমায় গানের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। তারপর থেকে বলিউডে বেশ কিছু গান গেয়েছেন তিনি। কণ্ঠস্বর ছাড়াও সোশ্যাল মিডিয়ায় স্টাইল স্টেটমেন্টেও নজর কাড়েন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -