Happy Birthday Messi: ভেঙে দিয়েছেন পেলে-মারাদোনার রেকর্ড, জন্মদিনে জেনে নিন মেসির কীর্তি
ফুটবল গ্রহে সর্বকালের সেরাদের অন্যতম মনে করা হয় তাঁকে। বৃহস্পতিবার ৩৪ বছর সম্পূর্ণ করলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি। সারাদিন ধরে শুভেচ্ছাবার্তায় ভাসলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে একই মরসুমে ব্যালঁ ডি'অর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার, পিচিচি ট্রফি ও গোল্ডেন বুট জেতার নজির রয়েছে মেসির। ২০০৯-১০ মরসুমে এই চার সম্মান একসঙ্গে পেয়েছিলেন মেসি।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে ৬বার করে ব্যালঁ ডি'অর আর গোল্ডেন শু পুরস্কার জিতেছেন মেসি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৫বার ব্যালঁ ডি'অর পেয়েছেন।
মাত্র ২২ বছর বয়সে বার্সেলোনার হয়ে একশো গোল করে ফেলেন মেসি। বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে এই কীর্তি গড়েন মেসি। ক্লাবের সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে দুশো গোল করার নজিরও মেসির ঝুলিতে।
২০১২ সালে এক অনন্য রেকর্ড গড়েন মেসি। সেবার ক্লাব ও দেশের জার্সিতে ৯১টি গোল করেন। বার্সেলোনার হয়ে ৭৯টি ও আর্জেন্তিনার জার্সিতে ১২টি। এক ক্যালেন্ডার বর্ষে যা সর্বকালীন রেকর্ড।
গত মরসুমে কিংবদন্তি পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। স্যান্তোসের হয়ে ৬৪৩টি গোল ছিল পেলের। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল রয়েছে মেসির। কোনও একটি ক্লাবের হয়ে যা চিরকালীন রেকর্ড।
লা লিগায় ৫২০ ম্যাচে ৪৭৪ গোল রয়েছে মেসির। লা লিগার ইতিহাসে যা সর্বোচ্চ। এই কীর্তি ভাঙার ধারেকাছে কেউ নেই।
ফুটবলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো। আভিজাত্যে, প্রতিদ্বন্দ্বিতায় যে ম্যাচ বিশ্ব ফুটবলে হয়তো সেরা। সেই এল ক্লাসিকোয় সবচেয়ে বেশি গোল করার নজির মেসির। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২৬টি গোল রয়েছে আর্জেন্তিনার মহাতারকার।
লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার নজির রয়েছে মেসির (৩৬টি)।
আর্জেন্তিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছিল হাভিয়ার মাসচেরানোর। সেই রেকর্ড চলতি কোপা আমেরিকায় স্পর্শ করেছেন মেসি। মাসচেরানোর কীর্তি ভেঙেও দেবেন চলতি টুর্নামেন্টেই।
আর্জেন্তিনার হয়ে সবচেয়ে বেশি গোল রয়েছে মেসির (৭৩)। তাঁর অনেক পিছনে দ্বিতীয় গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৪৭), সের্খিও আগুয়েরো (৪১), এর্নান ক্রেসপো (৩২), গঞ্জালো ইগুয়াইন (৩১) ও দিয়েগো মারাদোনা (২৭)। ছবি: মেসি ও আর্জেন্তিনা ফুটবল সংস্থার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -