Travel: শহরের এই রাস্তাতেই সাইকেলে পা অমিতাভের, এই সমুদ্রেই প্রথম ফ্রেম ফারহানের, যাবেন ঘুরতে ?
ফারহানের পরিচালনায় ২০০১ সালে মুক্তি পেয়েছিল দিল দিল চাহতা হ্যায়। বলাই বাহুল্য ছবিটি যে সময়ে প্রকাশ্যে এসেছিল, তা সমকালীন ছবির থেকে অনেকটাই এগিয়ে। চিত্রনাট্যে, চিন্তা ভাবনায়। এই ছবির একটি বিশেষ অংশ শ্যুটিং হয়েছিল গোয়াতে। ভ্রমণের জন্য় সত্যিই এটি দারুন জায়গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজি রাও মাস্তানিতে গোলাপি শহর জয়পুর যেনও আরও অপরূপ হয়ে উঠেছে। শুদ্ধ দেশি রোমান্স-সহ বহু ছবিই এখানে শ্য়ুট হয়েছে। আজও বাঙালি বারে বারে ফেরে এই শহরে।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি-তে রণবীর সেই ছুটে যাওয়া, পাছে কিছু বাকি রয়ে যায়। আর দীপিকা এসে বোঝায় 'সব পেলে নষ্ট জীবন'-র দর্শন। যা আছে, যেখানে আছো, সেটাই আগে মন ভরে উপভোগ কোরো, কেবাই বলতে পারে ছুটতে গেলে পুরোটাই হয়তো মিস যাবে। উদয়পুরের সেই সূর্যাস্ত মনের অতল গভীরে ধরা দেয়। ঘুরে আসতে পারেন।
পিকু ছবিটিও এক অসাধারণ সৃষ্টি। উত্তর কলকাতার অলিগলিতে শ্যুটিং। অনুপমের সুরে অসংখ্য মায়াবী মুহূর্ত।মৌলালির রাস্তায় সাইকেল চালাচ্ছেন অমিতাভ বচ্চন। দীপিকা পাডুকোন এবং ইরফানের এই ছবি মনে দাগ কাটে। বাইরে থাকেন, ঘুরে যান কলকাতায়।
জব তক হ্যায় জান ছবিটির শ্যুট হয়েছে কাশ্মীরে। শাহরুখ-অনুষ্কা-র এই ছবি বলাইবাহুল্য ভক্তদের খুবই পছন্দের। তবে শুধু এই ছবি নয়, যুগ যুগ ধরেই কাশ্মীরে শ্যুট হয়েছে একের পর এক হিন্দি ছবি। ঘুরতে যাওয়ার জন্য একটু ব্যয়বহুল হলেও পুরো পয়সা উসুল কাশ্মীর।
বড় মিঞ্চা ছোট মিঞ্চা ছবিটিতে অভিনয় করছেন অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ। ছবিটির শ্যুটিং হয়েছে আবুধাবিতে। আপনি এখানেও ঘুরতে যেতে পারেন।
রণবীর কাপুর এবং কঙ্কণা সেনশর্মা অভিনীত ছবি 'ওয়েকআপ সিড'বলিউডের প্রাণ জুড়ানো ছবি। ভক্তরা এই ছবি কতবার দেখেছেন, তার ঠিক নেই। তবে জানেন কি বৃষ্টিতে রণবীর ও কঙ্কনার সমুদ্রের পাড়ের ওই দৃশ্যটি কোথায় শ্য়ুট হয়েছিল ? জায়গাটি মুম্বইয়ের মেরিন ড্রাইভ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -