Bollywood Stars First Movie Look: প্রথম ছবিতে কেমন দেখতে ছিল বলিউডের এই প্রথম সারির তারকাদের?
বলিউড তারকারা প্রতিদিন তাঁদের অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফটোশ্যুটের মুহূর্তে ভাগ করে নেন। তবে তাঁদের প্রথম ছবির লুক কি আপনাদের মনে আছে? দেখা যাক কিছু তারকার প্রথম ছবির সময়ের লুক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলিয়া ভট্ট, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর আলিয়া ওয়ার্কআউট এবং কঠোর ডায়েট অনুসরণ করে চেহারা অনেক বদলে ফেলেছেন।
'ব্যান্ড বাজা বারাত' ছবিতে এই ছেলে বলিউডে প্রবেশ করেছিল। ছবি দুটি ভাল করে দেখলেই রণবীর সিংহের চেহারার পার্থক্য নজরে পড়বে।
'ওম শান্তি ওম' ছবিতে শান্তি প্রিয়ার ভূমিকায় অভিনয় করে সবার হৃদয়ে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন দীপিকা পাড়ুকোন। এখনের সঙ্গে তখনের মুখের বিশেষ পার্থক্য নজরে পড়বে না যদিও।
মালাইকা অরোরা, যিনি ৪০ পেরিয়েছেন। অবশ্যই তাঁর আগের চেহারা এবং এখনকার চেহারার মধ্যে পার্থক্য দেখেছেন। তবে বয়সের সঙ্গে মালাইকার জেল্লা যেন আরও বেড়েছে।
অর্জুন কপূর 'ইশকজাদে' ছবি দিয়ে আত্মপ্রকাশ করেন বলিউডে। তাঁর তখন ও এখনের লুকে বেশ ফারাক রয়েছে।
বলিউডের চকলেট বয় রণবীর কপূর ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন 'সাওয়ারিয়া' সিনেমার মাধ্যমে। তবে এখন তাঁর মুখ অনেক পরিণত হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -