Tiyasha Lepcha: পায়েস, মাংস-ভাত,বিরিয়ানি থেকে শুরু করে হাজারো পদ, বিশেষ দিনে জমিয়ে পেটপুজো তিয়াসার
Tiyasha Lepchas Birthday: ধারাবাহিক কৃষ্ণকলির হাত ধরে অভিনয়ের জগতে পা রাখেন অভিনেত্রী তিয়াসা লেপচা।
পায়েস, মাংস-ভাত,বিরিয়ানি থেকে শুরু করে হাজারো পদ, বিশেষ দিনে জমিয়ে পেটপুজো তিয়াসার
1/9
তাঁর খাবারের মেনুতে ছিল পায়েস, মাংস-ভাত,বিরিয়ানি, চিংড়ির পদ ছাড়াও বিভিন্ন ধরণের ফল ও মিষ্টি।
2/9
বুধবার নিজের জন্মদিন পরিবারের সদস্য়দের সঙ্গে পালন করতে দেখা গেল অভিনেত্রীকে।
3/9
নিজের ইন্সটাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেত্রী।
4/9
ক্য়াপশানে লেখেন,'পরিবারের লোকেদের সঙ্গেই জন্মদিন কাটালাম, আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য় আমি কৃতজ্ঞ।'
5/9
'কৃষ্ণকলি'র পর অচিরেই তিনি জায়গা করে নেন দর্শকের মনে। ধারাবাহিকের টিআরপির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অভিনেত্রীর জনপ্রিয়তা।
6/9
বর্তমানে তিনি 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে অভিনয় করছেন। এই ডেলিসোপটিও বেশ পছন্দ করছে দর্শক।
7/9
এই ধারাবাহিক ছাড়াও 'রান্নাঘর' শোটিতে উপস্থাপনার কাজ করছেন।
8/9
তিয়াসা 'কৃষ্ণকলি' ধারাবাহিকে অভিনয়ের জন্য় 'টেলি অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ড'-এ সম্মানিত হয়েছেন।
9/9
আপতত অভিনেত্রীর জন্মদিনের ছবি ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
Published at : 17 Aug 2023 05:17 PM (IST)