Tiyasha Lepcha: পায়েস, মাংস-ভাত,বিরিয়ানি থেকে শুরু করে হাজারো পদ, বিশেষ দিনে জমিয়ে পেটপুজো তিয়াসার
তাঁর খাবারের মেনুতে ছিল পায়েস, মাংস-ভাত,বিরিয়ানি, চিংড়ির পদ ছাড়াও বিভিন্ন ধরণের ফল ও মিষ্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার নিজের জন্মদিন পরিবারের সদস্য়দের সঙ্গে পালন করতে দেখা গেল অভিনেত্রীকে।
নিজের ইন্সটাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন অভিনেত্রী।
ক্য়াপশানে লেখেন,'পরিবারের লোকেদের সঙ্গেই জন্মদিন কাটালাম, আপনাদের ভালবাসা ও আশীর্বাদের জন্য় আমি কৃতজ্ঞ।'
'কৃষ্ণকলি'র পর অচিরেই তিনি জায়গা করে নেন দর্শকের মনে। ধারাবাহিকের টিআরপির সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে অভিনেত্রীর জনপ্রিয়তা।
বর্তমানে তিনি 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে অভিনয় করছেন। এই ডেলিসোপটিও বেশ পছন্দ করছে দর্শক।
এই ধারাবাহিক ছাড়াও 'রান্নাঘর' শোটিতে উপস্থাপনার কাজ করছেন।
তিয়াসা 'কৃষ্ণকলি' ধারাবাহিকে অভিনয়ের জন্য় 'টেলি অ্য়াকাডেমি অ্য়াওয়ার্ড'-এ সম্মানিত হয়েছেন।
আপতত অভিনেত্রীর জন্মদিনের ছবি ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -