Ritwick Chakraborty birthday: ছকভাঙা অভিনয়ে বারবার তিনি মন জয় করেছেন দর্শকের, আজ জন্মদিন ঋত্বিক চক্রবর্তীর

Ritwick Chakraborty: আজ অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর জন্মদিন।

আজ জন্মদিন ঋত্বিক চক্রবর্তীর

1/10
৪৬ বছরে পা দিলেন অভিনেতা।
2/10
বাংলা চলচ্চিত্রের দুনিয়ার ছকভাঙা অভিনয় করে নিজের জায়গা পাকা করে নিয়েছেন ঋত্বিক।
3/10
জীবনের শুরু থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন অভিনেতা।
4/10
তাঁর অভিনয় জীবন শুরু হয় থিয়েটারের মাধ্য়মে।
5/10
সিনেমা ছাড়া বিভিন্ন ধারাবাহিক, ওয়েব সিরিজ, টেলিফিল্মে অভিনয় করেছেন ঋত্বিক।
6/10
ঋত্বিক চক্রবর্তীর প্রথম পূর্ণ দৈঘ্য়ের ছবির নাম 'পাগল প্রেমী'।
7/10
কৌশিক গঙ্গোপাধ্য়ায় ছবি 'শব্দ'র জন্য় একাধিক পুরস্কার পেয়েছিলেন অভিনেতা।
8/10
২০০৮ সালে অঞ্জন দত্তর ছবি 'চলো লেটস গো' তে কাজ করেন ঋত্বিক।
9/10
বাংলা ওয়েব সিরিজ 'গোরা'তে গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন তিনি। যা বিশেষভাবে দাগ কেটে গেছে দর্শকের মনে।
10/10
আজ অভিনেতা জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্তরা।
Sponsored Links by Taboola