Ram Gopal Verma Birthday: 'জঙ্গল' থেকে 'সরকার', 'সত্য়', একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন রামগোপাল ভার্মা
২০০৭ সালে মুক্তি পেয়েছিল রাম গোপাল ভার্মার ছবি 'নিঃশব্দ'। অমিতাভ বচ্চন ও জিয়া খান অভিনীত এই ছবি সেইসময় চাঞ্চল্য় সৃষ্টি করেছিল। এই ছবির বিষয় ছিল অসম বয়সী প্রেম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জঙ্গল' নিয়ে উন্মাদনা কম হয়নি। এই ছবিতে অভিনয় করেছিলেন ফারদিন খান ও উর্মিলা মাতন্ডকার।
'সরকার' রাম গোপাল ভার্মার অন্য়তম হিট ছবি। ২০০৫ সালে মুক্তি পায় 'সরকার' সিরিজের প্রথম ছবি।
'সত্য়' ছবিটির জন্য় দর্শক আলাদা ভাবে মনে রাখবে রামগোপাল ভার্মার নাম। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি প্রবলভাবে জনপ্রিয় হয়েছিল দর্শকমহলে।
২০০৩ সালে মুক্তি পায় রামগোপাল ভার্মার ছবি 'ভূত'। হররধর্মী এই ছবিতে মুখ্য় ভূমিকার দেখতে পাওয়া গেছিল উর্মিলা মাতন্ডকারকে।
২০১২ সালে মুক্তি পায় 'ভূত রির্টানস'। একটি বাচ্চা মেয়ে ছিল এই গল্পের মুখ্য় চরিত্র।
বিবেক ওবেরয় অভিনীত 'রক্তচরিত্র' মুক্তি পায় ২০১০ সালে। এই ছবি তাঁর জীবনের অন্য়তম সেরা অভিনয় বলে মনে করা হয়।
২০১০ সালে মুক্তি প্রাপ্ত ছবি 'রান' ছবিটিও পছন্দ করেছিল দর্শক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -