আজ সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন, ফিরে দেখা প্রয়াত অভিনেতার জীবনের কিছু ঝলক
টিভি সিরিয়াল থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুশান্ত সিংহ রাজপুতের যাত্রা অনেকের কাছে অনুপ্রেরণা। তাঁর কেরিয়ারের গ্রাফ প্রশংসনীয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকতা কপূরের শো কিস দেশ ম্য়াঁ হে মেরা দিল-এ প্রথম দেখা যায় তাঁকে।
অভিনয়ের পাশাপাশি নাচেও সমান পারদর্শী ছিলেন তিনি। শিয়ামক দাভার ছিলেন তাঁর মেন্টর। ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পর শিয়ামকের ডান্স অ্যাকাডেমিতে ভর্তি হন সুশান্ত।
ইন্ডাস্ট্রিতে আসার আগে বলিউডের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না।
২০১৩ সালে বড় পর্দায় ডেবিউ হয় সুশান্তের। কাই পো চে ছবিতে ঈশান ভট্টের চরিত্রে অভিনয় করেন তিনি। ওই চরিত্রের মাধ্যমেই দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
ওই বছরই মুক্তি পায় সুশান্ত অভিনীত ছবি শুদ্ধ দেশীয় রোম্যান্স। তাঁর বিপরীতে ছিলেন পরিণীতি চোপড়া।
পরে আমির খান এবং অনুষ্কার সঙ্গে পিকে ছবিতে অভিনয় করেন তিনি। ২০১৫ সালে অভিনয় করেন ব্যোমকেশ বক্সি ছবিচে। ফের দর্শকদের ভালবাসা পান তিনি।
২০১৬ সালে মুক্তি পায় এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। ছবিতে অভিনয় করেন দিশা পাটানি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির জীবন কাহিনী পর্দায় ফুটিয়ে তোলেন সুশান্ত।
কৃতি স্যাননের বিপরীতে ২০১৭ সালে রাবতা ছবিতে অভিনয় করেন সুশান্ত। পরে ২০১৮ সালে সারা আলি খানের বিপরীতে কেদরনাথ ছবিতে অভিনয় করেন তিনি। সারার ডেবিউ ছবি ছিল কেদারনাথ। সোনচিড়িয়া ছবিতেও অভিনয় করেছিলেন সুশান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -