World Mucis Day: কবে থেকে পালিত হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস?
২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সঙ্গীত প্রেমীদের কাছে এই দিনের গুরুত্ব অপরিসীম। বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএভাবে, ১৯৮২ সালে এসে এ ফেস্টিভ্যাল 'ওয়ার্ল্ড মিউজিক ডে'-তে রূপ নেয়। 'গান হতে হবে মুক্ত; সংশয়হীন'- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে।
১৯ বছরের পথপরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় 'ওয়ার্ল্ড মিউজিক ডে'।
বাংলায় বিশ্ব সঙ্গীত দিবসকে ফরাসী ভাষায় বলে ফেট ডে লা মিউজিক ।
১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে।
এরপর থেকে দিনটি বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়। আর প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে।
আনন্দের সময় হোক বা মন খারাপের সময়ই হোক গান মানুষের নিত্যদিনের সঙ্গী। দৈনন্দিন জীবনের একঘেঁয়েমি কাটাতে গানের চেয়ে ভালো দাওয়াই আর নেই। বর্তমানে বিশেষজ্ঞরাও এই মিউজিক থেরাপিকে মান্যতা দিয়েছেন।
মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা কমাতে গান উপকারী হিসেবে । গান শুনলে ঘুমও ভালো হয়। মানসিক রোগ সারানোর জন্য চিকিৎসকেরা গানের সাহায্য নেন।
শুধু তাই নয়, অনের সময় এমন হয় যে পুরনো কোনও গান ভালো স্মৃতি মনে করিয়ে দেয়। তবে শুধুই ভাল নয়, মনে করিয়ে দেয় খারাপ স্মৃতিও। কিন্তু গান সব সময়ই ভালো বন্ধুর মতো পাশে থাকতে পারে।
এর পাশাপাশি, গান কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তিও শক্ত করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে। সঙ্গীত প্রেমীদের কাছে অবশ্য গানের জন্য আলাদা কোনও দিন বা সময় নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -