Tollywood Diwali: নুসরত, মিমি, শ্রাবন্তী, কোয়েল, দীপাবলির সাজে একে অপরকে কড়া টক্কর টলি নায়িকাদের
আজ কালীপুজো, আজ দীপাবলিও। সোশ্যাল মিডিয়ায় আলোজ্জ্বল ছবি শেয়ার করে নিলেন টলিউডের তারকারা। তবে আজ সবচেয়ে বড় চমক দিলেন নুসরত জাহান। দীপাবলিতে প্রথমবার শেয়ার করলেন সদ্যজাত ঈশানের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও ঘরোয়া সাজ আবার কখনও ঝলমলে লেহঙ্গায় তিনি নজরকাড়া। দীপাবলিতে দু-দফায় জমকালো ছবি পোস্ট করে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী।
লাল শাড়ির সাবেকি সাজে ছবি পোস্ট করলেন টলিকুইন কোয়েল মল্লিক। শুভেচ্ছা জানালেন অনুরাগীদের।
লাল লেহঙ্গা, মাথায় ওড়না, গায়ে ভারি গয়না। হলুদ আলোয় যেন নববধূ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জন্মদিনের ঠিক একদিন পরে দীপাবলিতে নববধূর বেশে ধরা দিলেন রাজ-ঘরণী। সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে প্রিয় নায়িকাকে দেখে উচ্ছসিত নেটদুনিয়া।
শাড়ি নয়, দীপাবলিতে সাজের লেহঙ্গাকে বাছলেন শ্রাবন্তী চট্টোাধ্যায়। প্রদীপ আর ফুলে সাজানো প্রেক্ষাপটে নজর কাড়ছেন টলি নায়িকা।
আগেই বলেছিলেন, প্রদীপ দিয়ে বাড়ি সাজাবেন। মধুমিতা সরকারের শেয়ার করা ছবিতে দেখা গেল তাইই। প্রদীপ সাজাতে ব্যস্ত মধুমিতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন এই ছবিটি।
প্রদীপ নয়, দীপাবলির জন্য হলুদ পোশাক আর আলোর সাজ বাছলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। অন্য সবার থেকে তাঁর সাজ আলাদা ও তরতাজা।
লাল লেহঙ্গার সাহসী সাজে ঋতাভরী চক্রবর্তী। ক্যাপশানে ইমোজি দিয়ে এই ছবিটি পোস্ট করলেন তিনি। ক্যাপশানে লিখলেন 'সুস্থ পৃথিবীর কামনায়।'
নিজের বাড়িতে প্রদীপ হাতে ছবি শেয়ার করলেন সোহিনী সরকার। সোশ্যাল মিডিয়ায় প্রেমিক রণজয়ের সঙ্গেও ভাগ করে নিলেন ছবি।
প্রেমিক ঐন্দ্রিলার সঙ্গে এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অঙ্কুশ হাজরা। লাল হলুদ এই জুটি দীপাবলির শুভেচ্ছা জানালেন যুগলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -