Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের?
![Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের? Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/efb849f3afbdaebc8a666d384b692c869d8c8.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
কেউ বাড়িতে, কেউ স্বামী বা স্ত্রীর সঙ্গে, কেউ আবার পরিবারের সঙ্গে কাটালেন আলোর উৎসব। এবার কালী পুজোয় কেমন করে কাটাল টলিউড? রাজের সঙ্গে এই ছবিটি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাবেক সাজে সেজেছেন দুজনেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের? Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/c86099ff3af23368de8f19dd1ed5d413412a1.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
একরত্তি ছেলে ধীরকে নিয়ে দীপাবলি উদযাপন। জ্বলল আলো, পুড়ল বাজিও। ঝলমলে ছবি শেয়ার করলেন গৌরব ও ঋদ্ধিমা।
![Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের? Diwali at Tollywood: কেউ প্রকাশ্যে আনলেন প্রেমিককে, কেউ সময় কাটালেন পরিবারের সঙ্গে.. আলোর উৎসব কেমন কাটল টলিউডের?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/0f323ba46f1735b7270da7fdaa12f80ecb4a3.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
অসুস্থতার পরে এই প্রথম প্রকাশ্যে এলেন মিঠু চক্রবর্তী। গৌরব ঋদ্ধিমার শেয়ার করা ছবিতেই দেখা গেল তাঁকে। ক্যানসারে আক্রান্ত মিঠু। কেমোর ফলে তাঁর চুল উঠে গিয়েছে, ভেঙ্গে গিয়েছে স্বাস্থ্যও।
বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ফের একসঙ্গে ছবি দিলেন অর্জুন ও সৃজা। দীপাবলির জন্য বিশেষ ফটোশ্যুট করেছেন তাঁরা।
দীপাবলির দিন নিজের প্রেমিকের ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরী চক্রবর্তী। শাহরুখ ঘনিষ্ঠ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেম করছেন তিনি।
দীপাবলিতে শাড়িতে ঝলমলে দিতিপ্রিয়া রায়। সোশ্যাল মিডিয়ায় আলোয় সাজানো বাড়ি থেকেই ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
আগামী ছবি 'খাদান' থেকে এই ছবিটি শেয়ার করে নিয়েছেন দেব। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন ডিসেম্বরের ছুটিতে প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'খাদান'
যশ দাশগুপ্তের সঙ্গে যুগলে ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। একে অপরের থেকে যেন চোখ সরাতে পারছেন না তাঁরা। প্রসঙ্গত, আজই সোশ্যাল মিডিয়ায় নুসরত ঘোষণা করেছেন তাঁর নতুন ছবির।
বাড়ির পুজোয় মনামী ঘোষ। তিনি নিজেই বসেছিলেন পুজোয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন পুজোর একাধিক মুহূর্ত।
মা কালীর মূর্তির সামনে থেকে ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ হাজরা। সবাইকে জানিয়েছেন দীপাবলির শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -