Tollywood Marriage: সাত পাকে বাঁধা পড়লেন রূপাঞ্জনা-রাতুল, সোশ্যাল মিডিয়া ভরল শুভেচ্ছাবার্তায়
দীর্ঘ সাড়ে ৬ বছরের সম্পর্ক অবশেষে পেল আইনি স্বীকৃতি। বিয়ে সারলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও পরিচালক অভিনেতা রাতুল মুখোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯ এপ্রিল, সাত পাকে বাঁধা পড়ছেন রূপাঞ্জনা ও রাতুল, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। শুক্রবার সকাল থেকেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ের নানা রীতিনীতি পালন করেন তাঁরা।
আইবুড়োভাত, নান্দীমুখ থেকে গায়ে হলুদ, সবই হয় রূপাঞ্জনা ও রাতুলের। ছিল বিভিন্ন সময়ের বিভিন্ন লুকও। গায়ে হলুদের মাঝে খানিক খেলাধুলোয় মনও দেন তাঁরা। সেই সমস্ত ছবিই নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নবদম্পতি।
শুক্রবার বিকেল ৪টে নাগাদ বসে বিয়ের আসর। সম্পূর্ণ নিয়ম মেনে, সাত পাকে ঘোরা, মালাবদল, সিঁদুরদান সেরে চার হাত এক হয় তাঁদের।
এই বিশেষ দিনের জন্য সিঁদুরে লাল রং বেছে নিয়েছিলেন অভিনেত্রী। মাথায় শোলার মুকুট, গলায় মালা, সিঁদুরে লাল বেনারসির সঙ্গে কনট্রাস্টে সবুজ ব্লাউজ, হালকা সোনার গয়না, হাতে আলতা, মানানসই মেকআপ, এক্কেবারে সাবেকি সাজে দেখা যায় অভিনেত্রীকে। সেই সঙ্গে মুখে আনন্দের হাসি।
অন্যদিকে একই লাল রঙের পাঞ্জাবী পরেছিলেন রাতুল। সুন্দর কাজ করা পাঞ্জাবীর সঙ্গে পরেছিলেন ধুতী। গলায় মালা।
রূপাঞ্জনা ও রাতুলের পোশাকের সঙ্গে রং মিলিয়ে ছিল রিয়ানের পাঞ্জাবীও। সিঁদুরে লাল রঙের পাঞ্জাবী পরে দেখা গেল এদিন খুদেকে।
এদিন রূপাঞ্জনা ও রাতুলের বিয়েতে তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা, সন্দীপ্তা সেন, প্রযোজক রানা সরকার, টেলিপাড়ার জনপ্রিয় মুখ রাহুল দেব বসু, দেবাদৃতা বসু প্রমুখ অনেকেই।
একেবারে কাছের মানুষদের উপস্থিতিতে, সানাইয়ের হালকা আবহে বিশেষ দিনটি কাটান তাঁরা। মেনুতেও ছিল বাঙালি ছোঁয়া। চিংড়ি মালাইকারি, পাতুরি, মটনের পাশাপাশি অবশ্যই ছিল স্যুপ, পাস্তা স্যালাডও।
প্রত্যেক অতিথির সঙ্গে হাসি, ঠাট্টায়, আনন্দে, উচ্ছ্বাসে, আলাপে, মুহূর্ত ফ্রেমবন্দি করে নিজেদের মতো করে এই বিশেষ দিনটি কাটালেন রূপাঞ্জনা ও রাতুল। তাঁদের আগামী জীবনের শুভেচ্ছা জানিয়ে ভরেছে সোশ্যাল মিডিয়াও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -