'Mayaa': ৭ জুলাই মুক্তি পাবে রাজর্ষি দে-র 'মায়া', সাংবাদিক বৈঠকে হাজির ছবির সকল কলাকুশলী

Mayaa Press Conference: উইলিয়াম শেক্সপিয়র (William Shakespeare) রচিত ম্যাকবেথ (Macbeth) থেকে অনুপ্রাণিত ছবি মায়া। লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী।

মায়া

1/10
রাজর্ষি দে পরিচালিত 'মায়া' মুক্তি পেতে চলেছে ৭ জুলাই। উইলিয়াম শেক্সপিয়রের 'ম্যাকবেথ' থেকে গৃহীত গল্পের চলচ্চিত্রে রূপায়ণ এটি।
2/10
ছবির গল্প লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ এবং দুর্নীতিকে ঘিরে আবর্তিত হয়েছে। অভিনয়ে দেখা যাবে একগুচ্ছ তারকাকে।
3/10
মঙ্গলবার শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজন করা হয় আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠকের। হাজির ছিলেন ছবির সকল অভিনেতা ও অভিনেত্রী এবং পরিচালক।
4/10
ছবিটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা, লোভ, হৃদয়হীনতা এবং নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণের মাধ্যমে প্রতিটি চরিত্রকে পরিচালিত করে তার বার্তা বহন করে।
5/10
বলাই যায় এই ছবিটি চলচ্চিত্র হিসেবে বাংলা ভাষায় প্রথম ম্যাকবেথের রূপান্তর।
6/10
ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউজ উপস্থাপিত এবং দেবদাস বন্দ্যোপাধ্যায় ও রোহিত বন্দ্যোপাধ্যায় প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন ১৯ জন।
7/10
এই ছবিই ভারতে প্রথম চলচ্চিত্র বাংলাদেশের সফল অভিনেত্রী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার।
8/10
রাজর্ষি দে পরিচালিত 'আবার কাঞ্চনজঙ্ঘা'র বিশাল সাফল্যের পর এটি তাঁর পরবর্তী ছবি।
9/10
চলচ্চিত্রটি মূলত নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত।
10/10
এই ছবির কলাকুশলীরা হলেন রাফিয়াথ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রিচা শর্মা, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রণিতা দাশ, রতশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইশান মজুমদার, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা।
Sponsored Links by Taboola